Connect with us
ক্রিকেট

আইপিএলের রিটেইন শেষে কোন দলে আছেন কে?

Ipl trophy and logo
আইপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

এরই মধ্যে আইপিএলের সকল দল তাদের চূড়ান্ত রিটেনশনের তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ তাদের পূর্ববর্তী মৌসুমের দল থেকে কোন কোন খেলোয়াড় ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজি গুলো সেই তালিকা। যেখানে আইপিএলের গত মৌসুমে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলা মুস্তাফিজুর রহমান জায়গা হারিয়েছেন চেন্নাই সুপার কিংস থেকে।

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ছয় জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচজন ধরে রাখতে পারবে দলগুলো। কোনও দল যদি নিলামের আগে পাঁচ জনের কম ক্রিকেটার ধরে রাখে, তবে রাইট-টু-ম্যাচ (আরটিএম)-এর মাধ্যমে বাকি ক্রিকেটারকে ফেরাতে পারবে দল।

আইপিএলে সকল দলের রিটেইন তালিকা:

দিল্লি ক্যাপিটালস: দিল্লি ধরে রেখেছে তাদের চার জন ক্রিকেটার। তারা রিটেইন করেছে অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টিয়ান স্টাবস এবং অভিষেক পোড়েলকে।

গুজরাট টাইটান্স: পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে গুজরাত। গত বারের অধিনায়ক শুভমন গিলসহ দলে আছেন রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খান।

সানরাইজার্স হায়দরাবাদ: হায়দরাবাদ রিটেইন করেছে তাদের পাঁচ ক্রিকেটার। যেখানে অধিনায়ক প্যাট কামিন্সসহ আছেন অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি এবং ট্রেভিস হেড।

পাঞ্জাব কিংস: মাত্র দুই ক্রিকেটার ধরে রেখেছে পাঞ্জাব কিংস। আনক্যাপড ক্রিকেটার হিসেবে আছেন শশাঙ্ক সিংহ এবং প্রভসিমরন সিংহ।

রাজস্থান রয়্যালস: অধিনায়ক সঞ্জু স্যামসনসহ মোট ছয় ক্রিকেটার ধরে রেখেছে রাজস্থান। দলে আরও আছেন যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগ।

কলকাতা নাইট রাইডার্স: পাঁচ ক্রিকেটার ধরে রেখেছে কলকাতা। যেখানে দলে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিংহ। হর্ষিত এবং রমনদীপ আনক্যাপড ক্রিকেটার।

চেন্নাই সুপার কিংস: মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে পাঁচ ক্রিকেটার ধরে রেখেছে চেন্নাই। দলে আছেন ধোনি, রুতুরাজ, জাডেজা, পাথিরানা এবং শিবম দুবেকে। ধোনি আছেন আনক্যাপড ক্রিকেটার হিসেবে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: তিন ক্রিকেটার রিটেইন করেছে বেঙ্গালুরু। যেখানে আছেন বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়াল।

মুম্বাই ইন্ডিয়ান: পাঁচ ক্রিকেটার দলে ধরে রেখেছে মুম্বাই। দলে আছেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক বর্মা।

লখনৌ সুপার জায়ান্ট: লখনৌ তাদের পাঁচ ক্রিকেটারকে রিটেইন করেছে। যেখানে আছেন নিকোলাস পুরান, রবি বিশ্নোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মোহসিন খান।

আরও পড়ুন: 

» শিরোপা জয়ের পর বকেয়া বেতন পেলেন সাফজয়ী কোচ

» মেগা নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট