অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচ ইভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের বিশাল বড় ব্যবধানে ইংলিশদের হারিয়েছেন স্বাগতিকরা।
এ ম্যাচ প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করলেও গুড়াকেশ মোতি, ম্যাথিউ ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফদের বলে দিশেহারা হয়ে যাই ইংল্যান্ড। ইংলিশদের ব্যাটিং লাইন আপ রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেন তারা। শেষ পর্যন্ত লিয়াম লিভিংস্টোনের ৪৯ বলে ৪৮ রান, সাম ক্যারানের ৫৬ বলে ৩৭ রানের উপর ভর করে সবকয়টি উইকেট হারিয়ে ২০৯ রান তুলতে সক্ষম হন সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে গুড়াকেশ মোতি ১০ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়ে চার উইকেট শিকার করেন। ২ টি করে উইকেট পান ম্যাথিউ ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফ।
জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৫ ওভারে বিনা উইকেটে ৮১ রান তুলে ফেলেন স্বাগতিকরা। এরপরই শুরু হয় বৃষ্টি। কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে ডিএলএসে নিয়মে ৩৫ ওভারের ১৫৭ রানের লক্ষ্য পান লুইসরা। খেলা শুরু পর ব্যক্তিগত ৩০ রানে ফেরেন ব্রান্ডন কিং। এরপরই শুরু হয় লুইসের তান্ডব। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। তাণ্ডব চালিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন এই ওপেনার। কিন্তু ৬ রান দূরে থামে তা ইনিংস। শেষ পর্যন্ত ৬৯ বলে ৯৪ রান আসে তার ব্যাট থেকে। যে ইনিংসটি ৮টি ছক্কায় সাজানো। এরপর দেখে শুনে স্বাগতিকদের জয়ের বন্দরে নিয়ে যান কেছি কার্টি এবং অধিনায়ক শেই হোপ। ফলে ৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
উল্লেখ্য, আগামী ২ এবং ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
আরও পড়ুন: আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে: মেসি
ক্রিফোস্পোর্টস/১ নভেম্বর ২৪/এইচআই