Connect with us
ক্রিকেট

ভারত পাকিস্তানে খেলতে যাবে এমন প্রত্যাশা আকরামের

ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

ঘনিয়ে আসছে ২০১৭ সালের পর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির সময়। তবে এখনও কমছে না এ টুর্নামেন্টটি ঘিরে আলোচনার রেষ।
আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে শুরু হবে টুর্নামেন্টটির এবারের আসর। দেশটির সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকায় এখনও ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার। তবে পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত আসরটি খেলবে এমনটা প্রত্যাশা করেন ওয়াসিম আকরাম।

২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফর করেনি ভারত। গত বছর এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হলেও যায়নি ভারত। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। এবারও এমন পরিকল্পনা করছে ভারত এমনটা মনে করছেন অনেকেই।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারের সময় আকরাম বলেন, ‘আমি যা কিছু শুনেছি বা পড়েছি তাতে আমার মনে হচ্ছে, ভারতীয় সরকার ও বিসিসিআইয়ের মধ্যে একটি ইতিবাচক আবহ তৈরি হয়েছে। কিছু জায়গায় এটাও পড়েছি যে তারা তাদের সব ম্যাচ সম্ভবত লাহোরে খেলবে। সম্ভবত তারা লাহোরে খেলে ওই রাতেই দেশে ফিরে যাবে। ভারত যতক্ষণ এতে স্বাচ্ছন্দ্যবোধ করে, ততক্ষণ আমি আশাবাদী।’

পাকিস্তানে ভারত দলকে খাতির করা হবে বলে মনে করেন বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিতে পারি, তাদের খুব ভালোভাবে দেখাশুনা করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারদের অনেক ফ্যান আছে পাকিস্তানে। তাদের ভালোবাসে তরুণ ক্রিকেটপ্রেমীরা ‘

এ ছাড়াও সাবেক অধিনায়ক আকরাম বলেন, ‘ বর্তমান বিশ্বে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের বন্ধন রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বিশ্বজুড়ে অনেক খারাপ ভাবে ছড়িয়ে আছে৷ এটা আমার মতে অপ্রয়োজনীয়। আমি মনে করি ভারত এলে ক্রিকেটের জন্য এটা অসাধারণ হবে। অবশ্যই পাকিস্তানের জন্যেও ভালো হবে।’

আগামী বছরের ফেব্রুয়ারী মাসের ১৯ তারিখে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের পর্দা উঠবে। ভারত-পাকিস্তান ছাড়াও আট দলের এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

আরও পড়ুনঃ ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতির অভিযোগ, বাদ যায়নি বিপিএলও

ক্রিফোস্পোর্টস/১ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট