হংকংয়ে চলমান সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগেই নিশ্চিত হলেও প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারণের জন্য সাইফউদ্দীনরা মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। ওই ম্যাচে হারের কারণে গ্রুপ রানার্সআপ হয় ইয়াসির আলীরা। তাতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান।
এর আগে ওমানের বিপক্ষে জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলে শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেত বি গ্রুপের রানার্সআপকে। কিন্তু নিজেরা রানার্সআপ হওয়ায় পেয়েছে চ্যাম্পিয়ন পাকিস্তানকে।
অন্যদিকে সি গ্রুপ থেকে ভারত ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাকিস্তান। আগামীকাল শনিবার (২ নভেম্বর) কোয়ার্টার ফাইনালের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন:
» জিসান-সাইফুদ্দিনের নৈপুণ্যে ওমানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের
» ভারত পাকিস্তানে খেলতে যাবে এমন প্রত্যাশা আকরামের
আজ দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নাহিদুল ইসলাম ও সোহাগ গাজীর খরুচে বোলিংয়ে ১৮ রানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। শুরুতে ব্যাট করে ৩ উইকেটে নির্ধারিত ৬ ওভারে ১০৭ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশ সব কটি ওভার শেষে ৮৯ রান তোলে।
আর আগে নিজেদের প্রথম ম্যাচে সাইফউদ্দীনের ঝড়ো ব্যাটিংয়ে ওমানকে উড়িয়ে দেয় বাংলাদেশ। ১২টি করে বল খেলে ৫৫ করে মোট ১১০ রান তোলে জিসান আলম ও সাইফউদ্দীন। বাংলাদেশের ১৪৭ রানের জবাবে ওমান গুটিয়ে যান ১১৩ রানে। ৩৪ রানে জয়ে আসর শুরু করে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৪/এজে