আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তান সফর থেকে ফেরার পর থেকেই জয়ের দেখা নেই টাইগারদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার টাইগারদের লক্ষ্য আফগানিস্তান সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ সন্ধ্যায় দেশ ছাড়বে শান্ত বাহিনী।
আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। সেই উদ্দেশ্যে আজ রওনা হবেন টাইগার ক্রিকেটাররা। দুই ভাগে বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা পৌঁছাবেন নিরপেক্ষ ভেন্যুতে। আজ সন্ধ্যা ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রথম ভাগের ক্রিকেটাররা।
দলের বাকি সদস্য আগামীকাল দেশ ছাড়বেন। আগামী ৬ নভেম্বর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের সূচনা হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে করাবে ৯ নভেম্বর। এরপর ১১ নভেম্বর তৃতীয় এবং শেষ ওয়ানডে দিয়ে সমাপ্তি হবে আফগান সিরিজের।
আরও পড়ুন:
» গতবারের মত এবারও আড়ালে চলে যাবেন সাবিনা-ঋতুপর্ণারা?
» যে কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে থাকছেন না নেইমার
এর আগে গতকাল আফগানিস্তান সিরিজ সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাত থেকেই ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে টাইগাররা পূর্ণাঙ্গ সিরিজ খেলার লক্ষ্যে।
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/এফএএস