সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আজ (শনিবার) সকাল ১১ টায় পূর্বনির্ধারিত সময়ে সংবর্ধনা নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবলাররা।
সকালে সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণার । সেখানে বেলা ১১ টার দিকে সাফ জয়ী ফুটবলারদের সংবর্ধনা দেন ড. মোহাম্মদ ইউনূস।
এ সময় প্রধান উপদেষ্টার সামনে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি রাখা হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক এবং বাকি খেলোয়াড়দের প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপনা করেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর জাতীয় দলের খেলোয়াড়দের সাক্ষরিত সাবিনা খাতুনের একটি জার্সি প্রধান উপদেষ্টাকে উপহার দেন ফুটবলাররা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ জয়ী স্কোয়াডে থাকা ২৩ জন খেলোয়াড়, দলের ম্যানেজার মাহফুজা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলার। এবারের আসরের নেপালের কাঠমুন্ডুতে বাংলাদেশ দলের ক্যাম্পে ছিলেন ৩২ জন। এদের মধ্যে অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও এবং মিডিয়া অফিসার ছিলেন না এই অনুষ্ঠানে।
বাংলাদেশ নারী দলের এ সাফল্যে এর আগে প্রধান উপদেষ্টার পাশাপাশি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল অভিনন্দন জানিয়েছিলেন। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) থেকে সাফ জয়ী ফুটবলারদের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
এছাড়া গত (বৃহস্পতিবার) নেপাল থেকে দেশের মাটিতে পা দেওয়ার পর সাফ জয়ী ফুটবলারদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দিয়ে বরণ করে নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দর থেকে ছাদ খোলা বাস দিয়ে বাফুফের ভবনে নিয়ে যাওয়া হয় সাবিনাদের।
উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত হওয়া এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নির্ধারণের ম্যাচে গত (বুধবার) স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ নারী ফুটবল দল।
আরও পড়ুনঃ আফগান সিরিজ খেলতে সন্ধ্যায় দেশ ছাড়বে শান্ত বাহিনী
ক্রিফোস্পোর্টস/২ নভেম্বর ২৪/এইচআই