হংকংয়ে চলমান সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৮ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এ ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দীনের ঝড়ো ব্যাটিংয়ে ১১২ রানের আরব আমিরাকে লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় টাইগাররা।
এ দিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। জিসান আলম এবং আব্দুল্লাহ আল মামুনের ব্যাটিং ঘূর্ণিতে দিশেহারা হয়ে যাই আরব আমিরাতের বোলাররা। ১১ বলে ৩১ রানে মামুন জুহাইব জুবাইরের শিকার হয়ে ফিরলে ধ্বংসস্তূপ শুরু করেন মোহাম্মদ সাইফউদ্দীন। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি।
মাত্র ৯ বলে ৪০০ স্ট্রাইক রেটে ৩৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সাইফউদ্দীন। ওপেনার জিসান ২০০ স্ট্রাইক রেটে ১৭ বলে ৩৪ রান করে। ফলে নির্ধারিত ৬ ওভারে ১১১ রান তুলতে সক্ষম হন লাল-সবুজের প্রতিনিধিরা। আরব আমিরাতের হয়ে বল হাতে মাত্র ১ টি উইকেট তুলেন জুবাইর।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের বোলিং তোপের মুখে পড়েন আরব আমিরাতের ব্যাটাররা। প্রথম ওভারের দ্বিতীয় বলে সাইফুদ্দিনের শিকার হয়ে ফেরেন অধিনায়ক আসিফ খান। একই ওভারের শেষ বলে আবারও সাইফউদ্দীনের হানা। ৪ বলে ৬ রান করে ফেরেন মোহাম্মদ জুহাইব।
এরপর ওপেনার খালিদ শাহ এবং সঞ্চিত শর্মা দলের কিছুটা চাপ সামলানোর চেষ্টা করেন। তবে ৬ বলে ২৫ রান করে সঞ্চিত ফিরলে অনেকটায় জয়ের বন্দরে পৌঁছে যাই বাংলাদেশ। এরপর ৩.২ ওভারের পর আলোক স্বল্পতার কারণে ম্যাচ কিছু ক্ষণের জন্য বন্ধ থাকে। শেষ পর্যন্ত ডিলএলএসের নিয়মে ১৮ রানে জয় পান জিসানরা ।
বাংলাদেশের হয়ে বল হাতে ১.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সাইফুদ্দিন। ১ উইকেট শিকার করেন আব্দুল্লাহ।
আরও পড়ুনঃ সাফজয়ীদের যেসব চাহিদা পূরণের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা
ক্রিফোস্পোর্টস/২ নভেম্বর ২৪/এইচআই