আজ (শনিবার) টানা দ্বিতীয় বার সাফ জয়ী ফুটবলারদের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে নিজেদের দাবি-দাওয়ার কথা তুলে ধরেন বাংলাদেশ নারী ফুটবল দল। সে সঙ্গে প্রধান উপদেষ্টাকে বার্সেলোনার সঙ্গে একটি প্রীতি ম্যাচের আয়োজন করার অনুরোধ করেন সাবিনা-কৃষ্ণারা।
গত (বৃহস্পতিবার) নেপাল থেকে দেশের মাটিতে পা দেওয়ার পর সাফ জয়ী ফুটবলারদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দিয়ে বরণ করে নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দর থেকে ছাদ খোলা বাস দিয়ে বাফুফের ভবনে নিয়ে যাওয়া হয় সাবিনাদের। এরপর আজ (শনিবার) সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সাফজয়ীরা। সেখানে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা সংগ্রাম ও আকাঙ্ক্ষার কথা বলেন ঋতুপর্ণারা।
এক পর্যায়ে এশিয়ার বাইরে কোনো দলের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেন সাফ জয়ী ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার। মেয়েদের সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার বিপক্ষে ম্যাচ আয়োজন করার জন্য অনুরোধ করেন এ ফুটবলার।
বার্সেলোনার সঙ্গে ম্যাচ খেলার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করার কিছু কারণ রয়েছে। ২০১৬ সালে বার্সেলোনার ক্যাম্পে গিয়েছিলেন ড. ইউনূস। সামাজিক ব্যবসার ধারণা দেওয়া আমন্ত্রণ পেয়েছিলেন এ উপদেষ্টা। এ জন্য বার্সেলোনার সঙ্গে সম্পর্কে ভালো রয়েছে এ নোবেলজয়ীর। এ জন্যই কৃষ্ণা এমন অনুরোধ করেছেন।
এ দিন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে ফুটবলারের বিভিন্ন আশা-আকাঙ্ক্ষা, দাবি-দাওয়া লিখে জমা দিতে বলেন। তিনি বলেন, ‘তোমাদের যা কিছু চাওয়া আছে, তা নির্দ্বিধায় লিখে পাঠাও। আমরা তোমাদের চাহিদা পূরণের জন্য যথার্থ চেষ্টা করবো এবং যা সম্ভব তা সঙ্গে সঙ্গে পূরণ করবো।’
সকালে সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণার । সেখানে বেলা ১১ টার দিকে সাফ জয়ী ফুটবলারদের সংবর্ধনা দেন ড. মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সামনে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি রাখা হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক এবং বাকি খেলোয়াড়দের প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপনা করেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর জাতীয় দলের খেলোয়াড়দের সাক্ষরিত সাবিনা খাতুনের একটি জার্সি প্রধান উপদেষ্টাকে উপহার দেন ফুটবলাররা।
আরও পড়ুন: আরব আমিরাতকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২ নভেম্বর ২৪/এইচআই