Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম আফগানিস্তান : একনজরে ম্যাচের সময়সূচি

Bangladesh vs Afghanistan__Match Schedule at a Glance
বাংলাদেশ বনাম আফগানিস্তান। ছবি- সংগৃহীত

খেলার মাঠে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে নামে বাংলাদেশ। এরপর একে একে ভারত সিরিজ, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর চলতি নভেম্বরেও দুটি সিরিজ রয়েছে বাংলাদেশের।

নভেম্বরের প্রথম সপ্তাহেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল। তবে দুই দেশের বোর্ডের আলোচনার মাধ্যমে সিরিজটি কয়েকদিন স্থগিত রাখা হয়েছিল, যা মাঠে গড়াতে যাচ্ছে আগামী ৬ নভেম্বর থেকে।

এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার নেতৃত্বেই খেলতে যাচ্ছে টাইগাররা। আজ (২ নভেম্বর) সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে শান্ত-হৃদয়রা।

আরও পড়ুন:

» অধিনায়কত্ব প্রসঙ্গে তাসকিনকে কামিন্সের সঙ্গে তুলনা করলেন হাবিবুল বাশার

»গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, খেলবে রংপুর রাইডার্স

এদিকে বাংলাদেশ সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এই সিরিজে সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপের সেরা খেলোয়াড় সেদিকুল্লাহ অটলসহ বেশ কয়েকটি নতুন মুখ রয়েছে।

আগামী ৬ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর একই ভেন্যুতে ৯ ও ১১ নভেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে। সিরিজের সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে।

একনজরে ম্যাচের সময়সূচি :

 তারিখ ম্যাচ ভেন্যু সময়
 ৬ নভেম্বর  প্রথম ওয়ানডে শারজাহ বিকাল সাড়ে ৫টা
 ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে শারজাহ বিকাল সাড়ে ৫টা
 ১১ নভেম্বর তৃতীয় ওয়ানডে শারজাহ বিকাল সাড়ে ৫টা

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট