টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজ দিয়ে নতুন উদ্যমে শুরু করতে চায় বাংলাদেশ।
সর্বশেষ দুই সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলা উপহার দিতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টে টাইগারদের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। তবে এসব ভুলে আসন্ন আফগানিস্তান সিরিজে ভালো খেলা উপহার দিতে চায় লাল-সবুজের দল।
আজ (২ নভেম্বর) সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দলের একাংশ। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাওহীদ হৃদয়। সেখানে সিরিজ নিয়ে নিজেদের ভাবনার কথা জানান এই মিডল অর্ডার ব্যাটার।
আরও পড়ুন:
» একবার হলেও বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিততে চাই : বিরাট কোহলি
» বাংলাদেশ বনাম আফগানিস্তান : একনজরে ম্যাচের সময়সূচি
এই সিরিজে ভালো করার আশা জানিয়ে হৃদয় বলেন, ‘আশা করছি এই সিরিজে ভালোভাবেই শুরু করতে পারব। আমরা এ ফরম্যাটে সবসময় ভালো খেলে থাকি। এই সিরিজেও ভালোভাবে শুরু করতে চাই। আমাদের দলের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হবে ইনশা-আল্লাহ।’
এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। দলের অনেকে এই মাঠে আগে খেললেও প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন হৃদয়। তাই দলগতভাবে ভালো করার প্রত্যাশা হৃদয়দের, ‘দিনের শুরুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে শারজাহতে খেলিনি। তবে আমাদের দলের অনেকেরেই এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের জন্য কাজটা সহজ হবে ।’
আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/বিটি