Connect with us
ক্রিকেট

আর কত দিন আইপিএল খেলবেন কোহলি, জানালেন নিজেই

Virat kohli in Rcb
বিরাট কোহলি। ছবি- ক্রিকইনফো

চলতি বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত এই ফরমেট থেকে বিদায় নিয়েছিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগ আইপিএল ঠিকই চালিয়ে যাবেন তিনি। তবে ভক্ত মনে এখন প্রশ্ন আর কতদিন আইপিএল মাতাতে দেখা যাবে এই ভারতীয় তারকা ক্রিকেটারকে?

এখন পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘ ১৬ বছর খেলেছেন কোহলি। আসন্ন আইপিএলেও খেলবেন তিনি, আবারও তার হাতে উঠতে পারে অধিনায়কত্বের দায়িত্ব। এতো লম্বা সময় কোন এক দলের হয়ে আইপিএলে খেলেননি আর কোন ক্রিকেটার। এবার কোহলি নিজেই জানালেন, আর কতদিন খেলতে চান তিনি।

আইপিএলে আরসিবির হয়ে আরও তিন বছর খেলতে চান কোহলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আরও তিন বছরের জন্য চুক্তি হয়েছে আরসিবির সাথে। এই তিন বছর হয়ে গেলে আরসিবিতে ২০ বছর খেলা হয়ে যাবে। আমি তেমন কিছুরই অপেক্ষা করছি। এটা আমার কাছে একটা বিশেষ অনুভূতি।’

আরও পড়ুন:

» মুম্বাই টেস্টের তৃতীয় দিনসহ আজকের খেলা (৩ নভেম্বর ২৪)

» তাইজুলকে ওয়ানডেতে না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক

আইপিএলের শুরু থেকে যে দলের হয়ে খেলছেন, তাদের জেতাতে চান শিরোপা, ‘বেঙ্গালুরুকে এ বার চ্যাম্পিয়ন করার চেষ্টা করব। আইপিএলে অন্য কোনও দলে খেলব না। এখানেই অবসর নেব। তবে তার আগে আরও তিনটে বছর সময় আছে। এটাই আমাদের সুযোগ। যে দল আমাকে এত ভালবাসা দিয়েছে তাদের চ্যাম্পিয়ন করতে চাই।’

এদিকে নিজেদের অন্যতম তারকা ক্রিকেটারকে আরও একবার দলে ধরে রেখেছে বেঙ্গালুরু। আসন্ন মৌসুমের মেগা নিলামের আগে কোহলিকে ২১ কোটি টাকায় রিটেইন করছে তারা। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া গেল আসরে ১৫ কোটি টাকা পেতেন কোহলি। যা এবার আরও বেড়ে গেছে।

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট