গেল ১০ ম্যাচে ৭ জয় এবং ৩ ড্র ছিল ইন্টার মায়ামির নামের পাশে। তবে এবার দীর্ঘদিন পর হারের স্বাদ পেল তারা। গত আগস্টে লিগ কাপে হারের পর আরও একবার পরাজয় বরণ করতে হলো লিওনেল মেসির দলকে। আজ ভোরে আটলান্টা ইউনাইটেডের কাছে যোগ করা সময়ে গোল হজম করে ২-১ ব্যবধানে হারে তারা।
এর আগে প্রথম প্লে-অফে ১-০ গোলে জিতেছিল মায়ামি। এতে আজ আটলান্টার মাঠে জিতলেই নিশ্চিত হয়ে যেত এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনাল। সেই লক্ষ্যে নিজেদের শুরুটা ভালোই করেছিল ইন্টার মায়ামি। প্রথমার্ধে ডেভিড মার্তিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়েও যায় তারা। কিন্তু শেষ সময়ের নিটকীয়তায় সেমির অপেক্ষা বাড়ল মায়ামির।
দ্বিতীয় প্লে-অফের ম্যাচে আটলান্টার বিপক্ষে বল দখলে কিছু এগিয়ে ছিল মায়ামি। শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচে ২৭ মিনিটে আটলান্টা এগিয়ে যেতে পারত, তবে তাদের দারুন এক আক্রমণ ঠেকিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন মায়ামি গোলরক্ষক। উল্টো ম্যাচের ৪০তম মিনিটে লিড নেয় মায়ামি।
এই গোলটা তারা পেয়েছিল প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগে। হাত থেকে বল ছেড়ে শট নেয়ার চেষ্টা করলে গোলরক্ষকের পা আটকে যায় মাটিতে। এই সুযোগে বল নিয়ে ফাঁকা জালে জড়ান ডেভিড মার্টিনেজ। এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা।
আরও পড়ুন:
» আর কত দিন আইপিএল খেলবেন কোহলি, জানালেন নিজেই
» মুম্বাই টেস্টের তৃতীয় দিনসহ আজকের খেলা (৩ নভেম্বর ২৪)
ম্যাচের ৫৮ তম মিনিটে গোল করেন ডেরিক উইলিয়ামস। ডি বক্সের ভেতর জটলার মাঝে সতীর্থের বাড়ানো বলে হেড করে গোল করেন তিনি। ম্যাচে এরপর একাধিক আক্রমণের চেষ্টা চালায় মায়ামি ও আটলান্টা। যদিও নির্ধারিত সময়ে আর কোন গোল না আসায় ড্রয়ের পথে এগোতে থাকে ম্যাচ।
তবে ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে গোল খেয়ে বসে মেসির দল। সতীর্থদের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাসে বক্সের কাছে বল পেয়ে জোরালো শটে গোল করেন জান্দে সিলভা। রাউন্ড ওয়ানের বেস্ট-অফ-থ্রি সিরিজের তৃতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে উভয় দল। সেখানে জয়ী দল নিশ্চিত করবে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনাল।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৪/এফএএস