Connect with us
ক্রিকেট

বিপিএলের এবারের আসরে বিসিবি থেকে যেসব সুবিধা পাবে দর্শকরা

টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ছবি : শুক্রবার

চলতি বছর প্যারিসে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের পরিকল্পনা পরিষদের অন্যতম সদস্য ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এবার তিনি যুক্ত হয়েছেন বিপিএলের পরিকল্পনা কমিটিতে। তাঁরই দিক-নির্দেশনাতে নতুনভাবে এবার আয়োজিত হতে যাচ্ছে বিপিএলের ১১ তম আসর।

চলতি বছরের আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১১ তম আসরের। তাই দেশের সবচেয়ে বড় আসরের এবারের আয়োজন নিয়ে এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে বিসিবি কর্তারা। এবারের এই ভিন্ন আয়োজনে দর্শকদের জন্য থাকছে বিভিন্ন আয়োজন। সাধারণত প্রতিবছরই বিভিন্ন ধরণের ভোগান্তিতে পড়তে হয় দর্শকদের। খাবার, পানিসহ ওয়াশরুম সব জায়গায় এই সমস্যাগুলোর মুখোমুখি হয় দর্শকরা। তাই এই সমস্যাগুলো এড়িয়ে চলতে যথাসম্ভব তৎপর বিসিবি।

আজ ৬ নভেম্বর (বুধবার) বিপিএলের এবারের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে বিসিবি। ১১ তম আসরের টাইটেল স্পন্সরের নাম হলো ডাচ বাংলা ব্যাংক। এবারের বিপিএল নিয়ে নতুন ভাবনা বিসিবির। খাওয়া থেকে শুরু করে ওয়াশরুম ব্যবহার করা সবকিছুতেই যেন নতুনত্ব আনতে প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

টাইটেল স্পন্সরের নাম ঘোষণা অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এবারের আসরে একজন দর্শক যেন ভালোভাবে সময় কাটাতে পারে তার সবরকম ব্যবস্থা করা হবে। খাবারের দাম নির্ধারণ, ওয়াশরুম ব্যবহার এবং পানি পান সহ সবধরনের সুবিধা হয়রানিমুক্তভাবে সরবরাহের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এমনকি খাওয়ার পানি ফ্রীতে সাপ্লাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। এককথায় একজন দর্শকের স্টেডিয়ামে প্রবেশ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত কোনোকিছুতেই যেন হয়রানি শিকার হতে না হয় সেটার যথাযথ ব্যবস্থা করা হবে।’

অর্থাৎ একজন দর্শক যেন পরিবারসহ মাঠে এসে পুরো বিষয়টা আনন্দের সাথে উপভোগ করতে পারে সেটারই সর্বোচ্চ চেষ্টা থাকবে। যাতে সে পুনরায় খেলা দেখার আগ্রহ খুঁজে পায়।

এসময় পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আরও বলেন, এবার ই-টিকেটের শতকরা হার বাড়ানো হয়েছে। যা থাকবে ৮০-৮৫ শতাংশ। এছাড়াও টিভিতে প্রচারিত খেলার মান আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনই ওয়াল্ডক্লাস সম্প্রচার চাইলেই করতে পারবো না কিন্তু আগেরবারের থেকে উন্নতি করার চেষ্টা করবো।’

এছাড়াও তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে এবার কারা থাকবেন সেটা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। হতে পারে ক্রিকেটরই কেউ অথবা স্পোর্টসেরই কেউ আবার বাইরেরও কেউ হতে পারে। দেখা যাক কাকে আনতে পারি।’

এছাড়াও এবার বড় বড় টুর্নামেন্টগুলোর মতো জমকালো উপস্থাপনে ব্র্যান্ডিংয়ে পেরিমিটার এবং সাইড স্ক্রিনে স্ট্যাটিক বোর্ডের পরিবর্তে এলইডি বোর্ড স্থাপন করা হবে।

আরো পড়ুন : ডাচ বাংলা ব্যাংক এবারের বিপিএলের টাইটেল স্পন্সর

ক্রিফোস্পোর্টস/০৬নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট