Connect with us
ক্রিকেট

ভারতের হারে শীর্ষে অস্ট্রেলিয়া, পয়েন্ট টেবিলে কে কোথায়?

Australia is at the top after India's defeat
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে শীর্ষস্থান হারিয়েছে ভারত। ছবি- সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে দুর্দান্ত খেলছিল ভারত। বিশেষ করে ঘরের মাঠে অপ্রতিরোধ্য ছিল তারা। তবে রোহিতদের জয়যাত্রা থামিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়াকে ঘরের মাঠে দুই যুগ পর হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে সফরকারী কিউইরা।

দীর্ঘদিন ধরেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। অবশেষে শীর্ষস্থান খুইয়েছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে দুইয়ে নেমে গেছে রোহিত শর্মার দল। এই সুযোগে শীর্ষস্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ২৬৩ রান তুলেছিল ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এতে টার্গেট দাঁড়ায় ১৪৭ রান। তবে এই রান তাড়া করতে ব্যর্থ হন ভারতের ব্যাটাররা। মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে ২৫ রানের জয় নিয়ে টানা তৃতীয় জয় তুলে নেন টম ল্যাথামরা।

আরও পড়ুন:

» এবার মার্সেলোর সঙ্গে বিচ্ছেদ ঘটালো তাঁর শৈশবের ক্লাব

» লজ্জার রেকর্ড গড়ে শান্তর পাশে রোহিত 

এমন লজ্জার হোয়াইটওয়াশের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে দুইয়ে নেমে গেছে ভারত। ১৪ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮। দলটির জয়ের হার ৫৮.৩৩ শতাংশ। আর শীর্ষে উঠে আসা অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রতে ৯০ পয়েন্ট পেয়েছে। তাদের জয়ের হার ৬২.৫০ শতাংশ।

তিনে রয়েছে সম্প্রতি নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা শ্রীলঙ্কা। ৯ ম্যাচে ৫ জয়ে তাদের ঝুলিতে ৬০ পয়েন্ট এবং জয়ের হার ৫৫.৫৬ শতাংশ। একধাপ এগিয়ে চারে উঠে গেছে নিউজিল্যান্ড। ১১ ম্যাচে ৬ জয়ে ৭২ পয়েন্টসহ তাদের শতকরা জয়ের হার ৫৪.৫৫ শতাংশ।

সম্প্রতি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা দক্ষিণ আফ্রিকা রয়েছে পাঁচে। ৮ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্টসহ জয়ের হার ৫৪.১৭ শতাংশ পয়েন্টে রয়েছে প্রোটিয়াদের। ১৯ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ৯৩ পয়েন্টসহ ৪০.৭৯ শতাংশ জয়ের হার নিয়ে ছয়ে অবস্থান করছে ইংল্যান্ড।

ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারানো পাকিস্তান অবস্থান করছে সাতে। ১০ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৪০ এবং শতকরা জয়ের হার ৩৩.৩৩ শতাংশ। পাকিস্তানের পরেই অবস্থান করছে বাংলাদেশ। ১০ ম্যাচে ৩ জয়ে ৩৩ পয়েন্টসহ টাইগারদের জয়ের হার শতকরা ২৭.৫০ শতাংশ। এছাড়া ৯ ম্যাচে এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট ও শতকরা ১৮.৫২ শতাংশ জয়ের হার নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট