আফগানিস্তান সিরিজকে সামনে রেখে গত শুক্রবার ১৫ সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার, জাকির হাসান, জাকের আলী অনিক, নাসুম আহমেদরা। তবে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা এনামুল হক বিজয়, তাইজুল ইসলামদের জায়গা হয়নি এই সিরিজে।
সিরিজের দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় পোস্ট শেয়ার করেন তাইজুল ইসলাম। ইমোজির ব্যবহার করে একটি স্যাটাস দেন এই স্পিনার। এনামুল হক বিজয়ও স্ট্যাটাস দিয়েছিলেন, যদিও পরবর্তীতে তিনি পোস্ট সরিয়ে নিয়েছেন। তাইজুলের মতো শেখ মেহেদি হাসানও শুধু ইমোজি ব্যবহার করে একটি স্ট্যাটাস দেন।
তাইজুল-মেহেদিদের এমন স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা চলছে ক্রিকেট পাড়ায়। অনেকের দাবি, দলে সুযোগ না পেয়ে এমন পোস্ট করেছেন তারা। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন টপ অর্ডার ব্যাটার জাকির হাসান।
আরও পড়ুন:
» ভারতের হারে শীর্ষে অস্ট্রেলিয়া, পয়েন্ট টেবিলে কে কোথায়?
» এবার মার্সেলোর সঙ্গে বিচ্ছেদ ঘটালো তাঁর শৈশবের ক্লাব
আফগানিস্তান সিরিজে অংশ নিতে আজ (রবিবার) দ্বিতীয় ভাগে দেশ ছাড়ছেন দলের বাকি ক্রিকেটাররা। তাদের সঙ্গে ছিলেন জাকিরও। দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে রহস্যময় স্ট্যাটাস নিতে জানতে চাওয়া হলে এই ব্যাটার বলেন, ‘দলে যারা সুযোগ পেয়েছেন তাদের নিজেদের পারফরম্যান্সের ওপর মনোযোগ দেওয়া উচিত। দল নির্বাচনের কাজ সম্পূর্ণ নির্বাচকদের হাতে। এ নিয়ে আমার কিছুই বলার নেই।’
এছাড়া এই সিরিজে ভালো করার প্রত্যাশা জানিয়ে জাকির বলেন, ‘ব্যাটার হিসেবে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। দল হিসেবেও আমরা ভালো করার চেষ্টা করব।’
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৪/বিটি