ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ বাজেভাবে হেরেছে ভারত। কিউইদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি। দুই যুগ পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজে দলের পাশাপাশি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। তবে পরবর্তী টেস্টের আগেই বিশ্রামে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এই ওপেনার।
চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে বহুল আলোচিত বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে রোহিতের খেলা অনিশ্চিত। ব্যক্তিগত কারণে পার্থ টেস্টে বিশ্রামে থাকতে পারেন এই ওপেনার।
আজ রবিবার (৩ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘আমি এখনো নিশ্চিত নই প্রথম টেস্ট খেলতে পারবো কি না। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন:
» তাইজুল-মেহেদিদের রহস্যময় স্ট্যাটাস, যা ভাবছেন জাকির
» ভারতের হারে শীর্ষে অস্ট্রেলিয়া, পয়েন্ট টেবিলে কে কোথায়?
ভারতীয় গণমাধ্যম বলছে, রোহিত ও তার স্ত্রী রিতিকার পরিবারে আসছে দ্বিতীয় সন্তান। আর এ কারণেই পার্থ টেস্টে তার থাকার সম্ভাবনা কম। রোহিত খেলতে না পারলে সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরার নেতৃত্বে খেলবে ভারত।
সদ্য ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে গেছে ভারত। এতে ফাইনালে খেলা নিয়েও কিছুটা শঙ্কা দাঁড়িয়েছে। এই বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো করতে না পারলে ফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে পারে রোহিত শর্মার দল।
আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে পার্থ টেস্ট। এরপর ৬ ডিসেম্বর অ্যাডিলেড টেস্ট, ১৪ ডিসেম্বর গাব্বা টেস্ট, ২৬ ডিসেম্বর মেলবোর্ন টেস্ট এবং নতুন বছরের ৩ জানুয়ারিতে সিডনি টেস্ট মাঠে গড়াবে।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৪/বিটি