Connect with us
ক্রিকেট

মিরপুরে অনুশীলন ও দলে ফেরা ইস্যুতে মুখ খুললেন তামিম

তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বেশ লম্বা সময় যাবত ক্রিকেটে জাতীয় দলের বাইরে আছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মাঝে গত বিপিএলে ফিরে দারুন পারফরম্যান্স দেখান। তবে বিভিন্ন কারণেই আর জাতীয় দলে ফেরা হয়নি তার। কবে নাগাদ ফিরতে পারেন তিনি তা নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা। এদিকে গতকাল মিরপুরে তামিম অনুশীলনে ফিরলে শুরু হয় তার জাতীয় দলে ফেরার গুঞ্জন।

এবার নিজেই পরিস্কার করলেন সকল প্রশ্ন। গতকাল দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন মিডিয়াতে তাকে নিয়ে অনেক গল্প বানানো হচ্ছে। ছড়ানো হচ্ছে গুজব; যা তার রেপূটেশন নষ্ট করছে। এছাড়া মিরপুরের ইনডোরে কোচ সোহেল ইসলামের সঙ্গে নিজের অনুশীলনের কারণও স্পষ্ট করেছেন তিনি।

তামিম দলে ফিরছেন– এমন তথ্য মিডিয়ার বানানো, সেই সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি নিজেই। তিনি জানান এই বিষয়ে নিজে এখনও কিছুই বলেননি, ‘আমি দলে ফিরছি এসব মিডিয়ার করা। আমি দলে ফিরছি না, এটাও আপনাদের (মিডিয়ার) করা। আমি একবারও কি বলেছি দলে ফিরছি, কিংবা দলে ফিরবো না?’

তিনি বলেন, ‘মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, যারা ইউটিউবে কনটেন্ট তৈরি করেন, তারা এমনভাবে সব সাজিয়ে নাটক করছেন, যেন মনে হয় আমি বোর্ডের সাথে মজা নিচ্ছি। ওরা নিজেদের মতো করে গল্প সাজায়, রেপুটেশন খারাপ করে আমার। যেখানে আমি কোনো প্রকার মন্তব্যই করছি না।’

Tamim Iqbal practice

তামিম ইকবালের অনুশীলন।

মিরপুরে ব্যাটিং অনুশীলনের কারণ জাতীয় দল নয়, বরং বিপিএলের কথা উল্লেখ করেন তামিম, ‘আমি তো বলিনি জাতীয় দলের জন্য তৈরি হচ্ছি। কিংবা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য তৈরি হচ্ছি। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই মুহূর্তে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। একদম পরিষ্কার জবাব, আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছি।’

কোন একটা গোষ্ঠী তাকে নিয়ে বিভিন্ন গল্প তৈরি করছে বলে মনে করেন তামিম, ‘এখন যেটা হচ্ছে, শেষ তিন-চার মাস দেখছি আমাকে অধিনায়ক বানিয়ে দেয়া হচ্ছে, আবার দলে নেয়া হচ্ছে, আবার কেউ ফেরাতে চায় না- সবকিছুই কিন্তু বুঝতে পারছেন কারা তৈরি করছে। এসবের একটাতেও কিন্তু আমার মন্তব্য খুঁজে পাওয়া যাবে না।’

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (৪ নভেম্বর ২৪)

» সাফজয়ী কোচকে দলে সঙ্গে রাখতে চায় বাফুফে

আপাতত দলে ফেরা নিয়ে তামিমের ব্যক্তিগত কোন সিদ্ধান্ত আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়ে কারো সাথে আলোচনা হয়নি। কারোর সাথে কখনো কথাও বলিনি। আমি এখন ব্যাটিং শুরু করেছি বিপিএলের কথা মাথায় রেখে। বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছি। এর বাইরে এই মুহূর্তে মাথায় আর কিছু নেই।’

তাকে নিয়ে গুঞ্জন না ছড়ানোর অনুরোধও জানিয়েছেন তামিম, ‘সবাইকে অনুরোধ করবো, আমার ফেরা বা না ফেরা নিয়ে যতক্ষণ না আমার মুখ থেকে কোনো বক্তব্য শুনছেন, ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না। আরেকটি বিষয়, আমি দলে ফিরতে চাইলেই যে, দল স্বাগত জানাবে তা-ও তো না। বোর্ড-নির্বাচকরা আমার প্রয়োজন মনে করলে এবং আমি ফিরতে চাইলে তখন দেখা যাবে।’

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট