পরপর ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যর্থতার পর এবার বাংলাদেশের টার্গেট আফগানিস্তান সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে এরই মধ্যে দেশ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা। দুই ধাপে শান্তবাহিনী আফগান সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিলেও ভিসা জটিলতায় এখনো যেতে পারেননি দুই ক্রিকেটার।
আরো আগে ঘোষিত হয়েছিল আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল। আসন্ন ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই গন্তব্যের টাইগারদের ১৩ ক্রিকেটার ও কোচিং স্টাফরা পৌঁছালেও ভিসা জটিলতায় আটকে আছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।
অবশ্য জানা গেছে দ্রুতই ভিসা জটিলতা কেটে যেতে পারে। এক সংবাদ মাধ্যমকে টাইগার পেসার নাহিদ রানা জানিয়েছেন, আজকের মধ্যে সমাধান হতে পারে ভিসা জটিলতার। একদিন বাদেই শুরু হতে যাওয়া আফগান সিরিজের আগেই দলের সঙ্গে যুক্ত হবেন এই দুই ক্রিকেটার, এমনটাই আশা করা হচ্ছে।
এর আগে গেল শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ধাপে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। এরপর দ্বিতীয় ধাপে গতকাল দলের সঙ্গে যুক্ত হন বাকিরা। এদিকে আজ রাতের মধ্যে না পারলে আগামীকাল দলের সঙ্গে যুক্ত হতে পারেন নাসুম- নাহিদ রানারা। তবে ম্যাচের আগের দিন পৌঁছালে তাদের প্রথম ম্যাচের একাদশে রাখা হবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।
তিন বছর ওয়ানডে সিরিজ সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৬ নভেম্বর ওয়ানডে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর। এরপর পরবর্তী ম্যাচ খেলা হবে ১১ নভেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
আরও পড়ুন: এ মাসেই মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/এফএএস