Connect with us
ক্রিকেট

দেশে-বিদেশে বিপিএলের উন্মাদনা ছড়াতে বড় পরিসরে পরিকল্পনা বিসিবির

BPL will be played in December
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি: সংগৃহীত

একটা সময় বলা হতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের স্থান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ টুর্নামেন্টটি সূচনা লগ্নে দেশে-বিদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তবে যত দিন যাচ্ছে তত-ই নিম্নমানের দিকে ধাবিত হচ্ছে বিপিএল। কিন্তু এবার বিপিএলের মান বৃদ্ধি করতে বড় পরিসরে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন। এ কথা নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ আসন্ন বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই বিপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর।’

এছাড়াও যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের আসরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন বলেই জানান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন,’ আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সঙ্গে জড়িত আছেন। বিপিএলের যে শক্তি, দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই যুক্ত থাকি। বিপিএল ঠিক তেমন-ই এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা আমাদের আছে। সেটাই এসেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে।’

বিপিএলকে ঘিরে দেশে গড়ে তোলা হবে উৎসবমুখর পরিবেশ এমনটাও জানিয়েছেন ফাহিম। এ সম্পর্কে বিসিবি পরিচালক বলেন, ‘বিপিএলকে যেন সারা দেশে ছড়াতে পারি আমরা এমন চেষ্টা করিছি। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সঙ্গে যুক্ত থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে (৩০ ডিসেম্বর) পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। নতুন ২ টি ফ্রাঞ্চাইজি মিলে ৭ টি ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারী শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

আরও পড়ুনঃ দেশে-বিদেশে বিপিএলের উন্মাদনা ছড়াতে বড় পরিসরে পরিকল্পনা বিসিবির

ক্রিফোস্পোর্টস/৪ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট