Connect with us
ফুটবল

ডার্বিতে জিতেও সন্তুষ্ট নন বার্সা কোচ

হান্সি ফ্লিক। ছবি: সংগৃহীত

এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জিতলেও দলের খেলায় সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এ ম্যাচের ভুলগুলো সংশোধন করে পরের ম্যাচে আরও ভালো কিছু দেখতে চান তিনি।

আজ (রবিবার) লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সা। এ ম্যাচে প্রথমার্ধের খেলা দেখে এমন মনে হচ্ছিল যে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দিবে না স্পানিশ এ ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে এস্পানিওলর খেলোয়াড়দের খেলা দেখে ধারণা পুরোটাই পাল্টে যায়। শেষ পর্যন্ত বার্সেলোনা ম্যাচটি জিততে পারলেও দলের দ্বিতীয়ার্ধের খেলায় অনেকটা বিরক্তই হয়েছিলেন কোচ হান্সি ফ্লিক।

এ দিন খেলা শুরু ৩২ মিনিটের মধ্যেই ৩-০ গোলের ব্যবধানে গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দীর্ঘ দেড় মাস পর শুরুর একাদশে ফিরে করেছেন ২ট গোল দানি ওলমো। আর বাকি ১ টি গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া।

প্রথমার্ধে বার্সেলোনার কাছে অসহায়ত্ব বরণ করলেও বিরতির পর খেলার ধরন পাল্টে যায় এস্পানিওলের। রাফিনিয়ারা খেলার গতি হারাতে থাকলে ব্যবধান কমানোর চেষ্টা করতে থাকে এস্পানিওল। যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তারা। তবে একটি গোল অন্তত ফিরিয়ে দিতে সফল হয়েছে ক্লাবটি।

কাতালান ডার্বি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করলেও দলের দ্বিতীয় আর্ধের খেলায় অসন্তুষ্ট বার্সেলোনা কোচ ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ডার্বি ম্যাচ সবসময়ই কঠিন। প্রথমার্ধে আমরা অনেক ভালো খেলেছি, তবে দ্বিতীয়ার্ধে ভালো করতে পারিনি, যতটা আমাদের করার কথা। অনেক বল আমরা হারিয়েছি, মনোযোগ হারিয়েছি, তাড়না ছিল না ততটা এবং অনেক ভুল করেছি। এসব কারণেই এস্পানিওল একটি গোল শোধ করে দিতে পেরেছে। এখানে উন্নতি করতে হবে আমাদের।’

এ দিনও প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদে ফেলার কৌশল বার্সেলোনার খেলায় সুস্পষ্ট ভাবে প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদকে এই কৌশলেই বড় ব্যবধানে হারিয়েছেন তারা। এস্পানিওলের বিপক্ষেও ঠিক একইভাবেই সফল হয়েছে তারা। যদিও এই কৌশলে ঝুঁকি রয়েছে তবুও ঝুঁকির কথা বিবেচনা করেই ফ্লিক বলেন, ‘আপাতত পরিকল্পনা থেকে সরতে চান না। এটা (ঝুঁকি) আমাদের খেলার ধরনেরই অংশ। এভাবেই আমরা খেলি।’

ঠিক একই পদ্ধতি অবলম্বন করে চলতি মৌসুমে দারুণ সফল তারা। লিগে ১২ ম্যাচের ১১টিতেই জিতে বার্সেলোনার পয়েন্ট এখন ৩৩। ৪০ গোল তারা করে ফেলেছেন এর মধ্যেই। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে পেছনে আছে ৯ পয়েন্টে।

সপ্তাহের মাঝে তাদের চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগে এস্পানিওলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে যে ভুলগুলো করেছে দল, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেগুলোর পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেই খেয়াল রাখতে চান ফ্লিক।

আরও পড়ুন: চলতি মাসেই জাতীয় দলে যোগ দিবেন সালাউদ্দিন!

ক্রিফোস্পোর্টস/৪ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল