Connect with us
ক্রিকেট

চলতি মাসেই জাতীয় দলে যোগ দেবেন সালাউদ্দিন!

Mohammad Salahuddin
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বহুল আলোচিত দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। চলতি নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগারদের কোচিং বহরে দেখা যেতে পারে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই কোচকে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলে বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। তবে ঘরোয়া ক্রিকেটে সালাউদ্দিনের সাফল্য দেখে অনেক ভক্ত-সমর্থকেরাই তাকে জাতীয় দলে দেখতে চেয়েছেন। অবশেষে তাদের আশা পূরণ হতে যাচ্ছে।

জাতীয় দলে কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন। তবে প্রধান কোচ নয়, সহকারী কোচ হিসেবে যোগ দিবেন সাকিব-তামিমের এই গুরু। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন:

» রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

» ভিসা জটিলতায় আটকে আছেন নাসুম-রানা, কবে যোগ দেবেন দলে? 

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান সিরিজ শেষ হবে ১১ নভেম্বর। এই সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। এই সিরিজেই সালাউদ্দিনকে পেতে আগ্রহী বিসিবি। সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে প্রধান কোচ ফিল সিমন্সের পাশাপাশি সহকারী কোচ হিসেবে দেখা যাবে সালাউদ্দিনকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজের দল। আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ।

এর আগেও জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার আলোচনায় ছিলেন সালাউদ্দিন। তবে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত তার যোগ দেওয়া হয়নি। সম্প্রতি হাথুরুসিংহেকে বরখাস্তের পরই অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ফিল সিমন্সকে। পরবর্তীতে সালাউদ্দিনকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেয় বিসিবি।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট