ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা নিলাম। এর আগে ২০২২ সালে বেঙ্গালুরুর একটি হোটেলে পঞ্চম মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হবে।
২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এটাই ছিল ভারতের বাইরে টুর্নামেন্টটির প্রথম নিলাম। এবারের মেগা নিলামটিও ভারতের বাইরে আরব আমিরাত বা সৌদি আরবে হওয়ার কথা ছিল। তবে সৌদি আরবেই মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর এবারের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন:
» বিপিএলে আলো ছড়াবেন বিদেশি ফুটবলার-হলিউড তারকা!
» কলকাতা থেকে বাদ পড়ে যা বললেন স্টার্ক
এর আগে গত ৩১ অক্টোবর ছিল আইপিএলের ১০ ফ্রাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ দিন। তবে কিছুটা চমক রেখেই এবারের আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করেছে ফ্রাঞ্চাইজিগুলো। যেখানে কলকাতার হয়ে শিরোপাজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে ফ্রাঞ্চাইজিটি।
আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককেও ধরে রাখেনি কলকাতা। এছাড়া ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, মঈন আলি, স্যাম কারান, ঋষভ পন্তদের মতো তারকা ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। বাংলাদেশ থেকে গতবার একমাত্র ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করা মুস্তাফিজকেও ছেড়ে দিয়েছে চেন্নাই।
মেগা নিলামের আগে ১০ ফ্রাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। যার মধ্যে ৩৬ জনই ভারতীয়। এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট ব্যয় ৫৫৮.৫ কোটি রুপি। এর মধ্যে স্টার্ক না থাকায় সবচেয়ে বেশি মূল্য (২৩ কোটি রুপি) পাচ্ছেন হেনরিখ ক্লাসেন। এছাড়া ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি মূল্য পাচ্ছেন বিরাট কোহলি। ২১ কোটি রুপিতে তাকে রেখে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/বিটি