Connect with us
ফুটবল

ম্যাচ ফিক্সিংয়ে বড় দুঃসংবাদ পেল ভারতের ৩ ক্লাব ও ২৪ ফুটবলার

মিজোরাম রাজ্য ফুটবল। ছবি- সংগৃহীত

ভারতের মিজোরাম রাজ্যে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ-১১ টুর্নামেন্টে সত্যতা পাওয়া গেছে ম্যাচ ফিক্সিংয়ের। আর এমন ঘটনায় তোলপাড় রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনে। এতে করে ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত ফুটবলার, ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে গোটা একাধিক ক্লাবকেই নিষিদ্ধ করেছে মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন (এমএফএ)।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এমএফএ লিগে দুর্নীতির ঘটনাগুলো সম্পর্কে জানতে পারে। তারপর তদন্ত সাপেক্ষে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার ঘটনায় টুর্নামেন্টের ৩ ক্লাব, ৩ কর্মকর্তা এবং ২৪ ফুটবলারকে কঠোর শাস্তির আওতায় নিয়ে এসেছে ফুটবল অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে এমএফএ।

ফুটবলার, ক্লাব ও কর্মকর্তাদের নিষিদ্ধ করার সেই বিবৃতিতে এমএফএ জানিয়েছে, ‘কয়েকজন দুর্বৃত্তের সাথে জড়িত এই কর্মকাণ্ড আমাদের মূল্যবোধের সঙ্গে গুরুতরভাবে সাংঘর্ষিক। এসব ঘটনা আমাদের খেলার অখণ্ডতাকে ক্ষুন্ন করে এবং মিজোরাম ফুটবলের সমর্থনকারী ভক্তদের অসম্মানিত করেছে।’

আরও পড়ুন:

» বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে থাকার কারণ জানালেন হামজা

» আবারও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন নেইমার

আরও বলা হয়, ‘এর ফলস্বরূপ আমরা জড়িতদের কঠোর শাস্তি প্রদান করেছি। আমরা আশ্বস্ত করছি যে এই অপকর্মে জড়িত থাকা ক্লাবগুলো ভবিষ্যতে যেকোন প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার মুখোমুখি হবে এবং জড়িত খেলোয়াড় এবং কর্মকর্তারা সাসপেনশনে থাকবে। এছাড়া এমএফএ দ্বারা উপযুক্ত বলে বিবেচিত অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা পরবর্তীতে নেয়া হবে।’

সিহফির ভেঙ্গলুন এফসি, রামহলুন অ্যাটলেটিকো এফসি এবং এফসি বেথলেহেম– এই তিন ক্লাব নিষিদ্ধ করেছে রাজ্য অ্যাসোসিয়েশন। ক্লাব গুলো নিষেধাজ্ঞা পেয়েছে তিন বছরের জন্য। এছাড়া তিন ক্লাবের একজন করে কর্মকর্তা শাস্তি পেয়েছেন পাঁচ বছর করে। আর ২৪ ফুটবলের মধ্যে চার ফুটবলার আজীবন নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বিভিন্ন মেয়াদের শাস্তি পেয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল