ঘরের মাঠে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে রীতিমত ধবলধোলাই হয়েছে ভারত। সফরকারীদের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে রোহিত শর্মার দল। তাই আসন্ন অস্ট্রেলিয়া সফরের বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ভারতের জন্য। তবে এই সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের গুরুত্বপূর্ণ এই সফরে ব্যক্তিগত কারণ দেখিয়ে রোহিত শর্মার এমন অনিশ্চয়তা একেবারেই ভালো ভাবে নিচ্ছেন না সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। এতে এই সিরিজের জন্য রোহিত শর্মাকে বাদ দিয়ে জসপ্রিত বুমরাহকে অধিনায়ক করার দাবি জানিয়েছেন সাবেক এই ভারতীয় ওপেনার।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা বোর্ডর-গাভাস্কার ট্রফি। ওই সময়ে দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন রোহিত। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সফরের প্রথম টেস্টে নাও থাকতে পারেন তিনি। এতে দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় আছে তার। সম্প্রতি এক প্রশ্নে রোহিত বলেছিলেন, শুরুতেই দলের সঙ্গে যাবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নন তিনি।
তবে নিউজিল্যান্ডের সঙ্গে হোয়াইটওয়াশের পর এমন গুরুত্বপূর্ণ সিরিজের অধিনায়কের অনিশ্চয়তায় চটেছেন গাভাস্কার। এক আলোচনায় তিনি বলেন, ‘সিরিজের প্রথম টেস্টে অধিনায়কের অবশ্যই খেলা উচিত। সে চোট পেলে ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু অন্য কারণে অধিনায়ক যদি প্রথম টেস্টে না থাকে, তাহলে সহ-অধিনায়কের ওপর অনেক চাপ পড়ে এবং তা সহজ হয় না।’
এই বিষয়ে সমাধান দিতে গিয়ে গাভাস্কার মনে করেন প্রধান নির্বাচক আজিত আগারকারের বলা উচিত, ‘যা ইচ্ছা করতে পারো, বিশ্রাম চাইলে নিতে পার। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এই সফরে তুমি অংশ নিতে পারবে কেবল একজন ক্রিকেটার হিসেবে। যখন ইচ্ছে, দলে যোগ দেবে। কিন্তু এই সফরের জন্য সহ-অধিনায়ককে আমরা অধিনায়ক ঘোষণা করছি।’
আরও পড়ুন:
» ম্যাচ ফিক্সিংয়ে বড় দুঃসংবাদ পেল ভারতের ৩ ক্লাব ও ২৪ ফুটবলার
» বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে থাকার কারণ জানালেন হামজা
তিনি আরো বলেন বিষয়টি আরো জটিল হয়েছে কারণ ভারতের সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের ফলাফল অনুকূলে ছিল না। গাভাস্কার বলেন, ‘এই জায়গায় স্বচ্ছতা থাকা প্রয়োজন। কারণ, মাত্রই নিউ জিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছি আমরা। ভারত যদি নিউ জিল্যান্ডের সঙ্গে ৩-০ ব্যবধানে জিতত, তাহলে ব্যাপারটি অন্যরকম হতে পারত।’
এদিকে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছিলেন তখনকার অধিনায়ক বিরাট কোহলি। তবে তখন এটা নিয়ে খুব একটা সমস্যা হয়নি, কারণ তখন সেখানে কোন অনিশ্চয়তা ছিল না। সবাই জানত কোহলি প্রথম ম্যাচ খেলেই ফিরে আসবেন। তাই পরিকল্পনা অনুযায়ী সবার মানিয়ে নিতে তেমন কোন সমস্যা হয়নি।’
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/এফএএস