বাংলাদেশের ক্রিকেটে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাদের আবির্ভাবটা ছিল আশাজাগানিয়া। তবে একসময় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকলেও, বর্তমানে রয়েছেন জাতীয় দলের বাইরে। এমনই কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করে তাদের ‘দুর্ভাগা’ বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের মিডিয়া বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বেশ কয়েকজন দুর্ভাগা ক্রিকেটারের নাম জানিয়েছেন সাকিব। যারা হলেন সাব্বির রহমান, নাসির হোসেন, মোহম্মদ মিথুন এবং ইমরুল কায়েস। সাকিব মনে করেন এদের ক্যারিয়ার আরো বড় হতে পারতো।
সোমবার (৪ নভেম্বর) বাংলা টাইগার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাক্ষাৎকারের ভিডিওটি প্রকাশ করেছে। সেখান সাকিবকে প্রশ্ন করা হয়, নাসির, সাব্বির, ইমরুল কায়েসদের মতো ক্রিকেটারদের ক্যারিয়ার লম্বা না হওয়ার কারণ কী?
আরও পড়ুন:
» ম্যাচের সময় মাঠে বজ্রপাত, মুহূর্তেই প্রাণ গেল ফুটবলারের
» রোহিতের অনিশ্চয়তা ভুলে বুমরাহকে অধিনায়ক চান গাভাস্কার
উত্তরে সাকিব বলেন, ‘আসলে এ রকম অনেকেই আছে। এটা নির্বাচকেরা ভালো বলতে পারবেন। কিন্তু এরকম অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা। আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়ত আরও বড় হতে পারতো।’
দলে সুযোগ কম পাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আসলে খেলাটাই এমন। আপনাকে দলের জন্য ১৫ জন নির্বাচন করতে হবে, এরপর খেলবে ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে– কম সুযোগ পেয়েছে। তবে এমনটা ঘটে। আসলে সবাই সমান সুযোগ পায় না। আর এটা দেওয়াও সম্ভব না।’
সাকিব আরও বলেন, ‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এই জিনিসটা আসলে থাকে। এখানে ভুল কিছু নেই। কেউ কম সুযোগ পাবে কেউ বেশি সুযোগ পাবে। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। যে যতটা সুযোগ পাচ্ছে সেটা থেকেই তার দায়িত্ব কীভাবে নিজেকে মেলে ধরতে পারবে।’
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/বিটি