Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ট্রফি উন্মোচন, ম্যাচ দেখবেন যেভাবে

Bangladesh-Afghanistan Series
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। ছবি- সংগৃহীত

আফগানিস্তান সিরিজ দিয়ে ৮ মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল (বুধবার) সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে আজ (মঙ্গলবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও হাশমতুল্লাহ শাহিদী।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচটি ৬ উইকেটের ব্যবধানে বেশ সহজেই জিতে নিয়েছিল টাইগাররা। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও আফগানদের পরাজিত করেছিল নাজমুল হোসেন শান্তর দল।

তবে আফগানিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। ২০২৩ সালে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল লাল-সবুজের দল। সবমিলিয়ে শেষ পাঁচ ওয়ানডেতে বাংলাদেশের তিন জয়ের বিপরীতে আফগানিস্তান জয় পেয়েছে দুই ম্যাচে।

আরও পড়ুন:

» সুযোগের অভাবে ক্যারিয়ার দীর্ঘ হয়নি, যাদের নাম বললেন সাকিব

» ম্যাচের সময় মাঠে বজ্রপাত, মুহূর্তেই প্রাণ গেল ফুটবলারের 

গত মার্চে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। অন্যদিকে গত সেপ্টেম্বরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে আফগানিস্তান। এই শারজাতেই শক্তিশালী প্রোটিয়াদের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে হাশমতুল্লাহ-রশিদরা।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই সিরিজে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে আফগানিস্তান। তাছাড়া শারজার কন্ডিশনে বাংলাদেশের চেয়ে অনেক অভিজ্ঞ আফগানরা। তাই এই সিরিজটি শান্ত-মিরাজদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।

আগামীকাল বিকাল ৪টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানোডে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। এছাড়া অনলাইন স্ট্রিমিং টফি ও ফ্যানকোড অ্যাপেও ম্যাচটি সরাসরি দেখা যাবে। আগামী ৯ ও ১১ ডিসেম্বর সিরিজের বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট