বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্তের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলের কোচিং বহরে যোগদানের গুঞ্জন চলছিল। এর মাঝে বিসিবিতেও দেখা গেছে তাকে। আর তাতেই গুঞ্জন জোড়ালো হয়। অবশেষে বিদেশি কোচদের পাশাপাশি একজন দেশি কোচও পেতে যাচ্ছেন শান্ত-মিরাজরা। ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কাজ করবেন তিনি।
এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন সালাউদ্দিন। ২০০৬-১০ সাল পর্যন্ত টাইগারদের সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়া ২০১০-১১ সাল পর্যন্ত বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই দেশি কোচ। বাংলাদেশের বাইরে সিঙ্গাপুরের কোচ হিসেবেও কাজ করেছেন সালাউদ্দিন। ২০১৪ সালে ক্রিকেট লিগ-৪ এর জন্য দেশটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
আরও পড়ুন:
» বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ট্রফি উন্মোচন, ম্যাচ দেখবেন যেভাবে
» সুযোগের অভাবে ক্যারিয়ার দীর্ঘ হয়নি, যাদের নাম বললেন সাকিব
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বেশ খ্যাতি রয়েছে সালাউদ্দিনের। তার হাত ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একাধিক সাফল্য পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিবিশনেও একাধিক শিরোপা জিতেছেন এই কোচ।
ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে বেশ সাফল্য পেলেও পুনরায় জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তার। অবশেষে নতুন বিসিবি সভাপতির দায়িত্বে জাতীয় দলে যুক্ত হতে যাচ্ছেন তিনি।
সালাউদ্দিনকে নিয়োগের পর বিসিবি বস বলেন, ‘আমি বিসিবি সভাপতি হিসেবে যোগদান করেই শপথ নিয়েছি যে যোগ্য লোকদেরই জাতীয় দলের সঙ্গে রাখব। সালাউদ্দিনের বিস্তর অভিজ্ঞতা রয়েছে এবং সে এই পজিশনের জন্য যোগ্য। এটাই সময় যোগ্য বাংলাদেশি কোচদের সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করার।’
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/বিটি