প্রায় দুই দশক পর আবার মাঠে গড়াতে যাচ্ছে আফ্রো-এশিয়া কাপ। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় টুর্নামেন্টটি চালু করতে কাজ শুরু করে দিয়েছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। এ নিয়ে ছয় সদস্যের অন্তবর্তীকালীন কমিটি গঠন করছে এসিএ।
গত সেপ্টেম্বর থেকেই আফ্রো-এশিয়া কাপ পুনরায় চালুর গুঞ্জন চলছিল। গত শনিবার এ নিয়ে এসিএর বার্ষিক সভায় আলোচনাও হয়েছে। আর সেখানেই ছয় সদস্যের অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদনে জানিয়েছে, আফ্রো-এশিয়া কাপ পুনরায় চালু করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে কথা বলেছে এসিএ।
এ প্রসঙ্গে এসিএর অন্তর্বর্তী ও জিম্বাবুয়ের ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুহলানি বলেছেন, ‘আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছি। আর আমাদের আফ্রিকান দলগুলো চায় এই টুর্নামেন্টে পুনরায় চালু হোক।’
আরও পড়ুন:
» জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন
» বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ট্রফি উন্মোচন, ম্যাচ দেখবেন যেভাবে
এশিয়া একাদশ ও আফ্রিকা একাদশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। এখন পর্যন্ত দুইবার মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনটি ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছিল আফ্রিকান একাদশ।
পরবর্তীতে ২০০৭ ভারতের অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। সে আসরে তিনটি ওয়ানডে ম্যাচের পাশাপাশি একটি টি-টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল। এই আসরের সবগুলো ম্যাচই জিতে নিয়েছিল এশিয়ান একাদশ।
এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজারা খেলেছেন।
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/বিটি