Connect with us
ক্রিকেট

জেদ্দায় আইপিএলের মেগা নিলাম, আছেন ১৩ বাংলাদেশি

IPL Mega Auction_2025
আইপিএলের মেগা নিলামে নাম দিয়েছেন ১৩ বাংলাদেশি। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৮তম আসরকে সামনে রেখে ইতোমধ্যে রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার শুরু হবে নিলাম। ২০২৫ আইপিএলে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা নিলাম, যা প্রথমবারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হবে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) এক আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

২০২৫ আইপিএলের মেগা নিলামের জন্য দেশি-বিদেশি মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১১৬৫ জন এবং বিদেশি রয়েছেন ৪০৯ জন। বিদেশিদের মধ্যে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন ১৩জন ক্রিকেটার। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

» প্রায় দুই দশক পর আলোর মুখ দেখছে আফ্রো-এশিয়া কাপ

» জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন 

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি নাম দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ৯১ জন প্রোটিয়া ক্রিকেটার থাকছে এবারের মেগা নিলামে। এরপর অস্ট্রেলিয়া থেকে ৭৬, ইংল্যান্ড থেকে ৫২, নিউজিল্যান্ড থেকে ৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৩, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে সমান ২৯ এবং নেদারল্যান্ডস থেকে ১২ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০, আয়ারল্যান্ড থেকে ৯, জিম্বাবুয়ে থেকে ৮, কানাডা থেকে ৪, স্কটল্যান্ড থেকে ২, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ এবং ইতালি থেকো ১ জনের নাম রয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর ছিল রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ দিন। ১০ ফ্রাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তবে মেগা নিলামের আগে মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ঋষভ পন্তদের মতো তারকা ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট