Connect with us
ক্রিকেট

সাকিব না থাকায় স্বস্তির কথা বললেন আফগান অধিনায়ক

সাকিব আল হাসান এবং হাশমতউল্লাহ শাহীদি। ছবি: সংগৃহীত

ভারতের কাছে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও হেরেছে বাংলাদেশ। তবে এবার পছন্দের সংস্করণে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও আফগান ক্রিকেটাররা পারফরম্যান্সের দিক দিয়ে রীতিমতো আকাশে উড়ছে। এরপরেও বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

ভিসা জটিলতার কারণে দুই জন ক্রিকেটার এখনও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ শিবিরে যোগ দিতে পারেননি। শেষ পর্যন্ত আরব আমিরাতে পৌঁছাতে না পারলে এ ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে পরিকল্পনা পরিবর্তন হবে আফগানিস্তানেরও। তবে এ সব নিয়ে চিন্তিত নন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ।

এ সম্পর্কে হাশমতউল্লাহ বলেন, ‘ সত্যি বলতে আমি এটা জানতাম না (২ বাংলাদেশি ক্রিকেটারের ভিসা জটিলতা)। তবে আগেই আমি যেটা বললাম তাদের নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের নিয়েই ভাবছি। নিজেদের দলে মনোযোগ আমরা ধরে রাখছি। আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি। নিজেদের সর্বোচ্চ দিতে চেষ্টা করছি। তাদের স্কোয়াডে কী হয়েছে না হয়েছে আমি আসলে তা জানি না। আমরা চেষ্টা করছি নিজেদের দলকে নিয়ে ভাবতে।’

বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে উল্লেখ করে শাহীদি বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। তবে তাদের দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। এখন দেখতে হবে তাদের পরিবর্তে কারা দলে আসছে।’

আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান। তবে বিভিন্ন ইস্যুর কারণে এই সিরিজে থাকছেন সাকিব। তবে তার না থাকায় বেশি খুশি আফগানিস্তান। সাকিবের সম্পর্কে শহীদি বলেন, ‘সাকিবের না থাকায় আমরা অনেক খুশি। সে অনেক অভিজ্ঞ খেলোয়াড়।’

উল্লেখ্য, আজ (বুধবার) বিকেল ৪ টায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচসহ আজকের খেলা (৬ নভেম্বর ২৪)

ক্রিফোস্পোর্টস/৬ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট