চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ১৫ নভেম্বর ভোর সাড়ে ৫ টায় প্যারাগুয়ের বিপক্ষে এবং ২০ নভেম্বর ভোর ৬ টায় বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ দুটি ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন তারা।
নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ। তবে এ স্কোয়াডে জায়গা হয়নি ইতালিয়ান ক্লাব রোমায় খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার। দলের সার্বিক ফর্মের কারণে আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি দিবালা। ছিটকে গিয়েছেন রিভার প্লেটের লেফট ব্যাক মার্কোস আকুনিয়াও।
চোটের আশঙ্কা থাকলেও দলে ফিরেছেন ক্রিশ্চিয়ান রোমেরো আর জিওভান্নি লো সেলসো। জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার প্লেমেকার এনজো বারেনেচেয়া ও লাৎ্সিও স্ট্রাইকার তাতি কাসতেয়ানোস।
এক নজরে ২৮ সদস্যের আর্জেন্টিনার দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জিরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনজালো মনতিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জেরমান পেৎ্জেল্লা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডমিল্ডার: এনজো ফেরনান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ইজিকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভান্নি লো সেলসো, এনজো বারেনেচেয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুয়োনানত, নিকোলাস পাজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাসতেয়ানোস।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এ পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৯ ও উরুগুয়ে ও ব্রাজিল সমান ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চারে রয়েছে ব্রাজিল। পাঁচে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৩।
আরও পড়ুনঃ সাকিব না থাকায় স্বস্তির কথা বললেন আফগান অধিনায়ক
ক্রিফোস্পোর্টস/৬ নভেম্বর ২৪/এইচআই