স্কোয়াডে থাকা সত্ত্বেও গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়নি পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদের। মূলত ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাতে পারেন এই দুই ক্রিকেটার।
অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে আজ (বৃৃহস্পতিবার) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন নাহিদ এবং নাসুম। দেশ ত্যাগ করার পূর্বে সাকিব আল হাসানের প্রসঙ্গে কথা বলেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম।
বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে নাসুম বলেন, ‘ ওনাকে (সাকিব) প্রতিনিয়তই মিস করা হয়। সত্যি বলতে ওনার অভাব আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী ম্যাচে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
দীর্ঘ সময় পর দলে ফিরেছেন নাসুম। আবারও লাল-সবুজের জার্সিতে ফিরতে পেরে আনন্দিত এই স্পিনার। আগের মতো পারফর্ম করতে চান তিনি। প্রায় এক বছর পর দলে ফিরতে পেরে সবার কাছে দোয়া চেয়েছেন এই বোলার।
এ দিকে গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে রীতিমতো লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ। মুস্তাফিজ-তাসকিনের বোলিং নৈপুণ্যে ২৩৫ রানে শাহিদী-নবিদের আটকাতে পারলেও বাংলাদেশ ভক্তদের হতাশ করেছেন টাইগার ব্যাটাররা। ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। ফলে ৯২ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলেন নাজমুল হোসেন শান্তর দল।
উল্লেখ্য, এ পর্যন্ত ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন নাসুম। বল হাতে ১৪ টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। এছাড়াও ৩৫ টি আন্তর্জাতিক টি-টুয়ান্টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এ সংস্করণে ৩৪ টি উইকেট শিকার করেছেন ২৯ বছর বয়সী এই বোলার
আরও পড়ুনঃ বাংলাদেশকে একাই কুপোকাত করা কে এই গজনফর?
ক্রিফোস্পোর্টস/৭ নভেম্বর ২৪/এইচআই