আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল (মঙ্গলবার) মিলামের জন্য নিবন্ধনকৃত ক্রিকেটারদের সংখ্যা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০২৫ আইপিএলের মেগা নিলামের জন্য দেশি-বিদেশি মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। যেখানে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১১৬৫ জন এবং বিদেশি রয়েছেন ৪০৯ জন। বিদেশিদের মধ্যে কিছুটা অবাক করে দিয়ে এই তালিকায় রয়েছেন ইতালির এক ক্রিকেটার।
ইতালির ক্রিকেটারদের কথা বলতে গেলে প্রথমে মাথায় আসতে পারে জো বার্নসের নাম। একসময় অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা এই ক্রিকেটার বর্তমানে ইতালির হয়ে প্রতিনিধিত্ব করছেন। তবে আইপিএলের নিলামে নাম দেওয়া ক্রিকেটার বার্নস নন। তিনি হলেন টমাস ড্রাকা।
আরও পড়ুন:
» ২৩ রানে নেই ৮ উইকেট, জেতা ম্যাচে বাংলাদেশের হার
» আইপিএল নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন যারা
ড্রাকা ২৪ বছর বয়সী একজন ইতালিয়ান ক্রিকেটার। তিনি একজন ডানহাতি পেস বোলার। সম্প্রতি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ দিয়ে নজরে আসেন এই পেসার। এই টুর্নামেন্টে ব্রাম্পটন উলভসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ৬ ইনিংসে ৬.৬৮ গড়ে ১১ উইকেট শিকার করেছিল। এছাড়া টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও ছিলেন টমাস।
গত জুনে লুক্সেমবার্গের বিপক্ষে ইতালির জার্সিতে অভিষেক হয়েছে ড্রাকার। যেখানে তিনি চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন।
আইপিএলের নিলামে ড্রাকার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রূপি। তবে মূল নিলামের আগে ১৫৭৪ জনের তালিকা থেকে বাদ পড়বেন অনেকে। তবে মূল নিলামে জায়গা করে নিলে এবং সেখানে থেকে কোনো দল পেলে, প্রথম ইতালিয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লেখাবেন ড্রাকা।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/বিটি