Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে একাই কুপোকাত করা কে এই গজনফর?

গজনফর। ছবি- আফগানিস্তান

এক আল্লাহ মোহাম্মদ গজনফরের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। যার জন্য হয়তো একদমই প্রস্তুত ছিলেন না টাইগার ক্রিকেটাররা। রশিদ খান-মোহাম্মদ নবিদের ছাপিয়ে গতকাল শারজায় দারুন চমক দেখিয়েছেন এই স্পিনার। একাই বাংলাদেশের ছয় উইকেট তুলে নিয়েছেন ১৮ বছর বয়সী গজনফর।

মুজিব-উর রহমান চোটে পড়ায় তার জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন গজনফর। আর বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের যা চেয়ে নিয়েছেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই স্পিনার। ২ উইকেট খরচায় ১২০ রান পর্যন্ত সংগ্রহ করা টাইগারদের মাত্র ১৪৩ রানেই অলআউট করার পেছনে মূল কারিগর ছিলেন গজনফর।

৬.৩ ওভারে ২৬ রান খরচ করে ক্যারিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকারের কীর্তি করেছেন তিনি। তার বোলিং নৈপুণ্যে কুপোকাত হয়েছেন তানজিদ তামিম, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এতে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৬ উইকেট নিলেন গজনফর। 

এর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ও সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজেও নজরকাড়া পারফর্ম করেছিলেন গজনফর। এরপর মুজিবের চোটে কপাল খুলেছে তার। আসন্ন আইপিএলে মুজিবের জায়গায় কলকাতা নাইট রাইডার্স শিবিরে যুক্ত হয়েছেন তিনি। এমনকি একই কারণে বাংলাদেশ সিরিজেও সুযোগ গেলেন এই ক্রিকেটার।

আরও পড়ুন:

» সাকিবের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ

» মেয়েদের বিগ ব্যাশ লিগসহ আজকের খেলা (৭ নভেম্বর ২৪)

আর সুযোগ পেয়েই নিজের জাত ছিয়েছেন এই তরুণ আফগান স্পিনার। অবশ্য শুরুর দিকে তিনি ছিলেন একজন পেসার। তবে বল ঘোরাতে পারার দারুন দক্ষতা থাকায় কোচদের পরামর্শে পুরোদস্তর স্পিনার বনে যান তিনি। এতে বলে ঘূর্ণির সাথে গতিও পান গজনফর। যা তাকে অসাধারণ অবস্থানে নিয়ে গেছে।

ক্রিকেটে আগামীর ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই তরুণ ক্রিকেটারকে। খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাকে নিয়ে শুরু হবে কাড়াকাড়ি। কেননা অফ স্পিন ছাড়াও ক্যারম বল, ব্যাক স্পিন, গুগলি এমনকি বল দুই দিকেই ইচ্ছেমতো বাঁক খাওয়াতে পারেন তিনি। এতে আফগানদের বিপক্ষে রশিদ-মুজিব ছাড়াও নতুন অস্ত্রের বিপক্ষে প্রস্তুত থাকতে হবে ক্রিকেটারদের।

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট