Connect with us
ক্রিকেট

আফগান সিরিজে দুঃসংবাদ, অনিশ্চিত হয়ে পড়লেন মুশফিক

Mushfiqur Rahim
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই বড় দুঃসংবাদ টাইগার শিবিরে। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অনেকটাই ছিটকে গেছেন চলমান আফগানিস্তান সিরিজ থেকে।

গতকাল শারজায় আফগানদের বিপক্ষে ইনিংসে উইকেটের পেছনে কিপিং করছিলেন মুশফিক। সে সময় ইনিংসের একদম শেষ দিকে আঙুলে চোট পান তিনি। তখন প্রাথমিক শুশ্রূষার পর বাকি ম্যাচ চোট নিয়েই খেলেন মুশফিক। ব্যাটিং অর্ডারে নামেন ৭ নম্বরে। যেখানে ৩ বল খেলে মাত্র ১ রান করে আউট হন তিনি।

তবে জানা গেছে চোট খুব সাধারণ নয়। আঙুলে চিড় ধরেছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বলা যায় সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে অনেকটাই ছিটকে গেছেন মুশফিক। তবে চোট কতটা গুরুতর, তা নিশ্চিত ভাবে বলা যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। অবশ্য টিম ম্যানেজমেন্ট প্রাথমিকভাবে মনে করছেন চলমান এই সিরিজ থেকে একেবারেই ছিটকে গেছেন মুশফিক।

আরও পড়ুন:

» ম্যাচ হারের দায় নিজের কাধে নিলেন অধিনায়ক শান্ত

» কেউ সাকিবের অভাব পূরণ করতে পারবে না: নাসুম

দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেশের এখনো মাধ্যমকে জানিয়েছেন অনেকটা এমনই কথা, ‘হ্যাঁ একটা চোট পেয়েছে। যেটা মনে হচ্ছে একটু সিরিয়াস। কতদিনের জন্য বাইরে থাকবে সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তবে আপাতত মনে হচ্ছে এই সিরিজে আর খেলতে পারবে না। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।’

এদিকে বিসিবির প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী সেই গণমাধ্যমের কাছ মুশফিকের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। তার ধারণা মুশফিকের আঙুলে চিড় ধরা পড়তে পারে। তিনি বলেন, ‘আঙুলে চিড় ধরেছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে আমার কাছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত এখনো আমাদের কাছে আসেনি।’

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট