দীর্ঘ এক বছরও বেশি সময় ইনজুরি কাটিয়ে কিছুদিন আগেই মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। মাঠে ফিরে খেলার সুযোগ পেয়েছেন দুই ম্যাচ। সব মিলিয়ে ফেরার পর ৪২ মিনিট মাঠে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। আর এই সময়ে আরও একবার চোটের কবলে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার।
গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের হয়ে ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচে পুনরায় চোটে পড়েছেন এই তারকা ফুটবলার। এদিন ম্যাচের ৫৮তম মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। আর উরুর পাংশপেশীর ইনজুরিতে ম্যাচের ৮৭তম মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ।
এদিন মাঠে নামার পর থেকেই দারুণ ছন্দে ছিলেন নেইমার। নিজের পুরনো রূপে ফিরে আসার সম্পূর্ণ চেষ্টায় ছিলেন তিনি। তবে ম্যাচে দুই দফা তার থেকে বল ছিনিয়ে নিতে চার্জ করে প্রতিপক্ষ ফুটবলার। একপর্যায়ে উরুর মাংসপেশীতে অস্বস্তি অনুভব করে মাটিতে লুটিয়ে পড়লে, তাকে নিয়ে কোন প্রকার রিস্ক নেননি কোচ।
তবে এবার ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার, তা শুরুতে খুব একটা আন্দাজ করা যায়নি। এমনকি ম্যাচ শেষে নেইমার নিজেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের আশ্বস্ত করে লিখেছিলেন, দীর্ঘদিন পর মাঠে ফেরার পর এটা স্বাভাবিক চোট। অবশ্য ভিন্ন কথা বলছে তার ক্লাব আল হিলাল।
আরও পড়ুন:
» আফগান সিরিজে দুঃসংবাদ, অনিশ্চিত হয়ে পড়লেন মুশফিক
» বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা আয়ারল্যান্ডের
সৌদি এই ক্লাবের বিবৃতি অনুযায়ী দুঃসংবাদ পেয়ে গেলেন নেইমার ভক্তরা। আল হিলালের পক্ষ থেকে গত রাতে এক বিবৃতিতে জানানো হয়েছে হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে নেইমারের। যেখানে তারা উল্লেখ করে, ‘স্ক্যানের পর নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। এতে মাঠে ফিরতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহের মতো লাগতে পারে।’
এর আগে গত বছর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই ঘটনায় অস্রোপচার শেষে দীর্ঘ সময় পুনর্বাসন প্রক্রিয়া সেরে সম্প্রতি মাঠে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। দেখতে গেলে নিজের ফুটবল ক্যারিয়ারের বড় একটা সময় চোটের কারণে মাঠের বাইরেই আছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/এফএএস