চার মাস আগে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদের শিবিরে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে চার মাস যেতে না যেতেই এ ক্লাবটির প্রতি কিছুটা বিরক্ত হয়ে পড়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। কেননা নিজের পছন্দের পজিশনে খেলতে পারছেন না তিনি।
মূলত এমবাপ্পে লেফট উইংয়ে খেলে থাকেন। ফ্রান্স জাতীয় দল এই পজিশনে খেলেন তিনি। এছাড়া তার সাবেক ক্লাব পিএসজিতেও এই পজিশনে খেলে থাকেন এই ফুটবলার। কিন্তু রিয়ালে সেটা পারছেন না। কেনন সেই জায়গায় খেলেন ভিনিসিয়াস জুনিয়র। এমবাপ্পে মাদ্রিদে যোগ দেওয়ার আগে থেকেই ভিনি লেফট উইংয়ে খেলছেন। এমবাপ্পেকে মূল স্ট্রাইকার হিসাবে মাঝখানে খেলাচ্ছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।
আন্তর্জাতিক এক গণমাধ্যমের দাবি সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলতেও রাজি নন এমবাপ্পে। কিন্তু এক্ষেত্রে কোচের কিছু করার নেই। কারণ ভিনি এবং এমবাপ্পে একই ধরনের খেলোয়াড়। ভিনিকে সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলাতে চান না কোচ আনচেলত্তি। রাইট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না ব্রাজিলিয়ান এই ফুটবলার। তাই সমস্যায় পড়তে হচ্ছে এমবাপ্পে এবং রিয়ালকে।
রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার করিম বেনজেমা এমবাপ্পের বিষয়ে বলেন, ‘ এমবাপে সেন্ট্রাল ফরওয়ার্ড নন। এ জন্য যত সমস্যা হচ্ছে। ওটা ওর জায়গা নয়। মাদ্রিদে বাঁ প্রান্তে যে খেলে, সেই ভিনিসিয়াস আবার এমবাপ্পের মানের ফুটবলার। তাঁকেও ডান প্রান্তে বা মাঝ খানে খেলানো সম্ভব নয়। আর বাঁ প্রান্তে খেললে ভিনি দলকে অনেক কিছু উপহার দিয়েছে। কিন্তু এমবাপেও সেন্ট্রাল ফরওয়ার্ড নয়। ওর উপর প্রত্যাশার চাপও রয়েছে। এই এমনটা প্যারিসে ছিল না।’
উল্লেখ্য, লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। রিয়ালের থেকে ৯ পয়েন্ট বেশি নিয়ে এ তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আগামী (শনিবার) ওসাসুনার বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবেন ভিনি-এমবাপ্পের দল।
আরও পড়ুন: ‘বাংলাদেশের সবকিছুতেই ছিল ক্লান্তির ছাপ’ : বুলবুল
ক্রিফোস্পোর্টস/৭ নভেম্বর ২৪/এইচআই