চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেলোয়ার হোসেন।
গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ। এই সিরিজে লিটন কুমার দাস না থাকায় উইকেটের পেছনে ছিলেন মুশফিক। তবে আফগানিস্তানের ইনিংসের শেষদিকে আঙুলে চোট পান তিনি।
এই চোটের পর দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। চোট গুরুতর হওয়ায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। চোট পরীক্ষার পর তার আঙ্গুলে ফাটল ধরা পড়েছে। এর ফলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে মুশফিককে।
আরও পড়ুন:
» জয়ের পরও উদযাপন করেনি বায়ার্ন, কারণ কী?
» র্যাঙ্কিংয়ে কোহলির বড় অবনতি, লিটন-মুশফিকরা কোথায়?
এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘আফগানিস্তানের ইনিংসের শেষদিকে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান মুশফিক। ম্যাচের পর এক্সরে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তার ডিপ জয়েন্টের কাছে বাঁ তর্জনীতে ফাঁটল ধরা পড়েছে। এই সিরিজে আর খেলতে পারবেন না তিনি।’
প্রথম ওয়ানডেতে চোটের পর মুশফিকের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আনা হয়। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। ৩ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আর ম্যাচটিও বাংলাদেশ হেরেছে বেশ অবিশ্বাস্যভাবেই।
শারজায় ২৩৬ রান তাড়া করতে নেমে একপর্যায়ে ১২০ রানে ২ উইকেট ছিল বাংলাদেশের। এরপর পরবর্তী ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই গুটিয়ে যায় শান্ত-মুশফিকরা। এতে ৯২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে গেছে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/বিটি