Connect with us
ক্রিকেট

কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এবার নিলামে নামছে পাঞ্জাব কিংস

punjab kings nilam
নতুন করে আলোচনায় প্রীতি জিনতার দল পঞ্জাব কিংস। ছবি- সংগৃহীত

আইপিএল-২০২৫ এর নিলাম শুরু হচ্ছে চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ। এবারের আইপিএলের মেগা নিলাম সামনে রেখে দল গঠনে পরিকল্পনা সাজাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। কাঁড়ি কাঁড়ি অর্থ নিয়ে সেরা ক্রিকেটারদের দলে ভেড়াতে রূপরেখা তৈরি করছে দলগুলো। এবার নতুন করে আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। 

জানা গেছে, এবার মাত্র দুজন স্বদেশী ক্রিকেটারকে ধরে রেখেছে দলটি। আর এতেই এবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে অংশ নিচ্ছে পাঞ্জাব কিংস।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এবার ১১০ কোটি ৫০ লক্ষ টাকা রয়েছে প্রীতিদের পকেটে। যারা দলকে চ্যাম্পিয়ন করতে পারেন এমন ক্রিকেটারদের নিতে যা করার তাই করতে চাইছে পাঞ্জাব কিংস।


আরও পড়ুন : 

» বিসিবি কোনো রকমে চলছে, পরিবর্তন হয়নি : আমিনুল ইসলাম বুলবুল

» আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের

» ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ


আর সেই পরিকল্পনার অংশ হিসেবে কোচিং প্যানেলও শক্তিশালী করেছে পাঞ্জাব। কোচ সঞ্জয় বাঙ্গারের স্থানে সাবেক অজি তারকা রিকি পন্টিংকে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। অনুমান করা যাচ্ছে, এবার নিলামে পন্টিং নিজের মতো দল সাজাতে চলেছেন।

পাঞ্জাব স্কোয়াডে আছেন, ভারতের ঘরোয়া ক্রিকেটার প্রভসিমরন সিংহ ও শশাঙ্ক সিংহ। বাকি স্কোয়াড সাজাতে হবে মেগা নিলামে। সেরা দল সাজাতে কোন ক্রিকেটারের দিকে নজর দেবেন পন্টিং— তার কিছুটা আভাস দিয়েছেন পাঞ্জাব কিংসের সিইও সতীশ মেনন।

Punjab Kings ponting

পাঞ্জাবের নতুন কোচ রিকি পন্টিং। ছবি- সংগৃহীত

ভারতীয় সংবাদ মাধ্যমকে সতীশ মেনন বলেন, প্রভসিমরন গত ৬ বছর ধরে পাঞ্জাবের সঙ্গে আছে। এছাড়া শশাঙ্ক ব্যাট হাতে যে কোনো পজিশনে খেলতে পারে। বাকি দলটা এবার গড়তে হবে। এ নিয়ে পন্টিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে, নিলামে চমক দেখবেন সমর্থকরা। এবার এমন ক্রিকেটার নেব যারা দলকে চ্যাম্পিয়ন করতে পারে।

প্রতিবার নিলামে একজন ক্রিকেটারের পেছনেই অনেক অর্থ খরচ করে ফেলে পাঞ্জাব। নিলামে দলটির রেকর্ডও খুব ভালো নয়। এর ফলে প্রতিবারই নিলামের আগে প্রায় পুরো দল ছেঁটে ফেলতে হয়। তবে এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চাইছেন প্রীতিরা।

এ বিষয়ে সতীশ বলেন, এবার আমাদের ভিন্ন পরিকল্পনা রয়েছে। এছাড়া পন্টিং খুব বুদ্ধিমান। ও জানে- চ্যাম্পিয়ন হতে দলে কাদের বেশি প্রয়োজন। এবার পাঞ্জাব একটা অসাধারণ দল হবে।

এবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পাঞ্জাবের রাডারে থাকবেন— ঋষভ পন্থ, শ্রেয়াস আয়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, মহম্মদ শামি, খলিল আহমেদ, মুকেশ কুমার, ঈশান কিশন, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২০২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট