এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমে আর্জেন্টাইন কোচ হার্নান ক্রেসপোর হাত ধরে দীর্ঘ ২১ বছর পর শিরোপা ঘরে তোলে ক্লাবটি। তবে আল আইনকে শিরোপা এনে দেওয়ার এক মাস পরেই চাকরি হারিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে মঙ্গলবার (৫ নভেম্বর) রোনালদোদের আল নাসরের মুখোমুখি হয় আল আইন। এই ম্যাচে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে হার্নান ক্রেসপোর দল। এর পরদিনই এক বিবৃতি দিয়ে হার্নানকে বরখাস্ত করেছে আল আইন। তাকে বরখাস্তের কারণ হিসেবে আল আইন বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক ফলাফল আশানুরূপ ছিল না।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে শিরোপা ঘরে তুললেও চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না আল আইনের। নতুন মৌসুমে ৪ ম্যাচে এখনও জয়ের দেখা পায়নি দলটি। ৩ হার ও ১ ড্রতে ১ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে আল আইন।
আরও পড়ুন:
» বিসিবি কোনো রকমে চলছে, পরিবর্তন হয়নি : আমিনুল ইসলাম বুলবুল
» আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের
এছাড়া ঘরোয়া লিগেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি দলটি। ইউএই প্রো লিগের চলতি মৌসুমে ৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে ২ হার ও একটি ম্যাচে ড্র করেছে তারা। এতে ৮ পয়েন্ট নিয়ে ১৪ দলের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছে দলটি। তবে গত মৌসুম তিনে থেকে শেষ করেছিল আল আইন। সবকিছু মিলিয়ে প্রত্যাশিত ফলাফল না আসায় চাকরি হারিয়েছেন হার্নান।
২০২৩ সালে ১৪ নভেম্বর আল আইনে যোগ দেন হার্নান। এই আর্জেন্টাইন কোচের অধীনে ৪৯ ম্যাচে ২২ জয়ের বিপরীতে ২০ হার ও ৭ ম্যাচে ড্র করেছে আল আইন।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/বিটি