কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে গত সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচ বৃষ্টির কারণে প্রায় আড়াই দিন খেলা বন্ধ ছিল। বাজে আউট ফিন্ডের কারণে এবার শাস্তি পেল এই স্টেডিয়ামটি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠের আউটফিল্ডকে অসন্তোষজনক বলে ঘোষণা দিয়েছে। ভেন্যুটিকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ-ভারত কানপুর সেই টেস্টের প্রথম দিন খেলা মাঠে গড়িয়েছিল ৩৫ ওভার। দিনের অর্ধেকেরও বেশি সময় বৃষ্টির কারণে বন্ধ ছিল। এরপর তৃতীয় ও চতুর্থ দিনেও খেলা মাঠে গড়ায়নি। আড়াই দিন আউট ফিল্ড ভেজা থাকার কারণে বন্ধ থাকলেও ৭ উইকেটে ম্যাচটি জিতেছিল ভারত।
প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে ভারত। এরপর প্রথম ইনিংসে টি–টোয়েন্টির গতিতে ব্যাটিং করে ৩৪.৪ ওভারে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করতে পারে ১৪৬ রান। ৯৮ রানের সহজ লক্ষ্যমাত্রা দাঁড়ালে ১৭.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যাই ভারত।
২০২৪–২৫ মৌসুমে বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট ছাড়া চারটি ভেন্যুতে টেস্ট খেলেছে টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে নিউজিল্যান্ড সিরিজের তিনটি বেঙ্গালুরু, পুনে ও মুম্বাই ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরমকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।
আরও পড়ুনঃ ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (৮ নভেম্বর ২৪)
ক্রিফোস্পোর্টস/৮ নভেম্বর ২৪/এইচআই