বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাবিনা খাতুনের নেতৃত্বে। বাংলাদেশ নারী ফুটবল দলের সবচেয়ে বেশি অভিজ্ঞ এই ফুটবলার। তবে আপাতত বিয়ে না করে ফুটবলে আরও বেশি মনোযোগ দিতে চান ৩১ বছর বয়সী এই ফরওয়ার্ড।
২০০৭ সাল থেকে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন সাবিনা। এরপর থেকেই বাংলাদেশ নারী ফুটবল দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। একের পর এক দলকে দিয়ে গেছেন বিভিন্ন অর্জন। সমৃদ্ধ করেছেন নিজের অর্জনও। এখনও ফুটবলকে অনেক কিছু দেওয়া বাকি এ অধিনায়কের। তাইতো বিয়ে না করে সম্পূর্ণ ভাবে ফুটবলে মনোনিবেশ করতে চাচ্ছছেন সাবিনা।
সাবিনার বাবা ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মা আছেন। তারা ৫ বোন। সাবিনা তিনি চতুর্থ। মেজো ও সেজো বোনের বিয়ে হয়েছে। সাবিনার পরিকল্পনা বড় ও ছোট বোনের বিয়ের পর বিয়ে করবেন। বিয়ে প্রসঙ্গে দেশের এক জনপ্রিয় গণমাধ্যমকে সাবিনা বলেন, ‘ আমার বোনদের বিয়ে বাকি আছে এখনও। আমি আমার পুরো পরিবারকে আগে প্রতিষ্ঠিত করতে চায়। এরপর নিজেকে নিয়ে চিন্তা করবো। আমার পরিবার বিয়ের বিষয়ে কথা বলে না। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। বাসার সবাই জানে ফুটবল নিয়েই আছি। ভালো আছি।’
ফুটবল আরও কতদিন খেলবেন এমন প্রশ্নের জবাবে সাবিনা বলেন, ‘আমার যত দিন ফিটনেস ও পারফরম্যান্স ভালো থাকবে আমি ততদিন খেলতে চায়। আমি মনে করি ফুটবলকে অনেক কিছু দেওয়ার রয়েছে। আমি নিজের জন্য ও দেশের জন্য খেলছি।’
সাফ জিতে এবারও বাংলাদেশ নারী ফুটবল দলকে বাফুফে থেকে বোনাস দেওয়ার কথা রয়েছে। এ সম্পর্কে সাবিনা বলেন, ‘বাফুফে থেকে বোনাসের বিষয়টি এখনও আমি সেভাবে জানি না। যদি পায় তাহলে তো ভালো। সবাই অনুপ্রাণিত হবে।’
উল্লেখ্য, ইউরোপীয় ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন অধিনায়ক সাবিনা। নর্থ মেসিডোনিয়ান উইমেন্স লিগে খেলা ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। সব ঠিক থাকলে টিভেরিজারের জার্সিতে মাঠে দেখা যাবে এই ফুটবলারকে।
আরও পড়ুন: লজ্জার রেকর্ডে মালদ্বীপের পাশে নাম বসানোর পথে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৮ নভেম্বর ২৪/এইচআই