দুঃসময় যেন বাংলাদেশ দলের পিছু ছাড়ছে না। মাঠে হতাশাজনক পারফরম্যান্সের কারণে অস্বস্তিতে টাইগার শিবির। তার ওপর হানা দিয়ে ইনজুরি। আফগানিস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। এবার এই অভিজ্ঞ ব্যাটারকে ঘিরে আরও একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন মুশফিক। আজ শুক্রবার (৮ নভেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির জাতীয় দলের এক নির্বাচক।
গত বুধবার (৬ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ। এই সিরিজে লিটন কুমার দাস না থাকায় উইকেটের পেছনে ছিলেন মুশফিক। তবে আফগানিস্তানের ইনিংসের শেষদিকে আঙুলে চোট পান তিনি। পরবর্তীতে এক্সরের পর তার আঙুলে ফাটল ধরা পড়েছে। এই চোট থেকে তার উঠতে এক বা তারও অধিক সময় লাগবে।
আরও পড়ুন:
» তরুণ খেলোয়াড়দের লক্ষ্য কী হওয়া উচিত? যা বললেন সালাউদ্দিন
» চার পেসার নৈপুণ্যে অজিদের বিপক্ষে সিরিজে সমতায় ফিরলো পাকিস্তান
এ প্রসঙ্গে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেছেন, ‘মুশফিকের সেরে উঠতে এক মাস বা তার বেশি সময় লাগতে পারে। তাই টেস্ট সিরিজে খেলতে পারবে না। তবে ওয়ানডে সিরিজে খেলবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। চলতি মাসেই ক্যারিবিয়ান সফরে যাবে টাইগাররা। আগামী ২২ ও ৩০ নভেম্বর মাঠে গড়াবে প্রথম ও দ্বিতীয় টেস্ট। তবে এর আগে মুশফিকের পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা নেই। যে কারণে খেলতে পারবেন না এই অভিজ্ঞ সিনিয়র।
এ ছাড়া টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৪/বিটি