আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনেকটা অবিশ্বাস্যভাবেই হেরেছে বাংলাদেশ। জয়ের দারুণ সুযোগ তৈরি করেও ব্যাটিং বিপর্যয়ের কারণে মুহূর্তেই গুটিয়ে যায় টাইগাররা। তবে এমন হারের কারণ হিসেবে অনেকটা উইকেটকেই দায়ী করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে প্রথম ম্যাচে উইকেট নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা দ্বিতীয় ম্যাচে কাজে লাগাতে চায় টাইগাররা।
গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা। সর্বশেষ দুই সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজে পারফরম্যান্সের পর নিজেদের প্রিয় ফরম্যাটে খেলতে নেমেও হোঁচট খেয়েছে শান্তরা।
আফগানিস্তানের ২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। তবে পরবর্তী ২৩ রান যোগ করতে গিয়ে বাকী ৮ উইকেটে হারিয়েছে তারা। আফগানিস্তানের বিপক্ষে এমন অপ্রকাশিত হারের কারণ হিসেবে উইকেট অনেক বড় ভূমিকা পালন করেছেন বলে মনে করেন মিরাজ।
আরও পড়ুন:
» ম্যাচ হারের কারণ নিয়ে যা বললেন মিরাজ
» মুশফিককে ঘিরে আরও একটি দুঃসংবাদ
শারজার উইকেটে অনেক বছর ধরেই খেলছে আফগানিস্তান। আর এই অভিজ্ঞতার দিক থেকেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে প্রথম ওয়ানডেতে পিচ সম্পর্কে বেশ ধারণা পেয়েছে শান্ত-মিরাজরা। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় দলটি।
আজ শুক্রবার (৮ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। এ সময় মাঠের অভিজ্ঞতা ও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা একটা ম্যাচ খেলার পর এখানকার অবস্থা সম্পর্কে একটা ধারণা হয়েছে । আমরা ওয়ানডেও খেলেছি সাত-আট মাস পরে। সবাই অনুশীলনে জোর দিচ্ছে। আমরা এখন দ্বিতীয় ম্যাচটা নিয়ে ভাবছি। সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছি ।’
আগামীকাল (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় নিয়ে সিরিজে সমতা ফেরাতে চায় লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৪/বিটি