কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবলের প্রায় সকল অঙ্গনে সফলতার স্বাদ পান লিওনেল মেসি। তবে কাতার বিশ্বকাপ জয় করেই ক্ষান্ত ছিলেন না এই আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছেন তিনি। তাই পরবর্তী বিশ্বকাপে খেলা নিয়েও অনেক আলোচনা চলছে।
ক্যারিয়ারের শেষদিকে দাঁড়িয়ে আছেন মেসি। তবুও ৩৭ বছর বয়সী এই তারকাকে নিয়ে আলোচনার শেষ নেই। তার সতীর্থ থেকে শুরু করে অনেকেই মেসিকে পরবর্তী বিশ্বকাপেও দেখতে চান। একইভাবে তার বন্ধু ও সাবেক সতীর্থ আগুয়েরোও বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি।
সম্প্রতি ইএসপিএন ১২ কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার বলেন, ‘আমি মনে করি ২০২৬ বিশ্বকাপ খেলবে মেসি।’
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন ট্রফির সূচি ঘোষণা আগামী সপ্তাহে, ঝুলছে ভারত-পাকিস্তান সম্পর্ক
» আপাতত বিয়ের চিন্তা বাদ দিয়ে ফুটবলে মনোনিবেশ করতে চান সাবিনা
মেসির বয়সের ছাপ তার খেলায় কিছুটা প্রকাশ পেয়েছে। তবে এক্ষেত্রে মেসির ওপর আস্থা আছে আগুয়েরোর। মেসি বেশ ভালোভাবেই নিজের যত্ন নেয় এবং সে খেলতে চাইলে তা করে দেখাবে বলে মনে করেন এই তারকা।
আগুয়েরো বলেন, ‘লিও আগে যেমন খেলতো অবশ্যই পরবর্তীতে তেমনটা থাকবে না। তবে তাকে কিছু ফ্রি কিক আর অ্যাসিস্ট দেন, ঠিকই গোল এনে দেবে। সে শারীরিকভাবে এটা করতে সক্ষম। যদি সে চায় তাহলে করবেই। কারণ সে খুব ভালো করে নিজের যত্ন নিতে পারে।’
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না এখনও নিশ্চিত নন মেসি। তবে এ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। সম্প্রতি ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপে খেলব কি না জানি না। এ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হই। বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই। তাছাড়া প্রচুর ভ্রমণে যেতে চাই যেটা গত বছর পারিনি।’
২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯ বছর। এই বয়সেও অনেকের বিশ্বকাপ খেলার নজির আছে। তাই শারীরিকভাবে ফিট থাকলে মেসিকে পরবর্তী বিশ্বকাপেও দেখা যেতে পারে।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৪/বিটি