Connect with us
ক্রিকেট

মুশফিকের অনুপস্থিতিতে কেমন হবে দ্বিতীয় ম্যাচের একাদশ

Bangladesh Cricket Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। প্রথম দ্বিতীয় ম্যাচ খেলা নিয়ে শঙ্কা জাগলেও, পরবর্তীতে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। মুশফিকের অনুপস্থিতি ও প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ওয়ানডের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

দ্বিতীয় ম্যাচে মুশফিকের জায়গায় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলতে পারেন জাকের আলী অনিক। আজ বুধবার ( ৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি অনেকটা নিশ্চিত করে জাকেরের জন্য শুভকামনা জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ। সব ঠিক থাকলে আগামীকাল আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে পারে জাকেরের।

এদিকে ভিসা জটিলতা কাটিয়ে গতকাল (৭ নভেম্বর) শারজায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ। দ্বিতীয় ম্যাচে স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের জায়গায় একাদশে নাসুম আহমেদকে দেখা যেতে পারে।

আরও পড়ুন:

» যুব এশিয়া কাপ ২০২৪ : বাংলাদেশের ম্যাচের সময়সূচি

» চলতি মাসে যুবাদের এশিয়া কাপ, একনজরে সময়সূচি 

প্রথম ওয়ানডেতে স্পিন সহায়ক উইকেটেও উইকেটশূন্য ছিলেন রিশাদ। তবে এই পিচে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম নাসুম। এমনকি এই পিচে খেলার অভিজ্ঞতাও রয়েছে এই স্পিনারের।

প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অনেকেই। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট