Connect with us
ক্রিকেট

নাসুমের অসাধারণ কামব্যাক নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

Shanto talk about Nasum
নাসুমকে নিয়ে প্রশংসা করলেন শান্ত। ছবি- সংগৃহীত

দীর্ঘ ৩৬৪ দিন পর বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন নাসুম আহমেদ। যদিও এর মাঝে গেল প্রায় ৮ মাস টাইগারদের ছিল না ওয়ানডে ক্রিকেটের তেমন ব্যস্ততা। দীর্ঘ দিন পর একদিনের ক্রিকেটে নিজের দারুন প্রত্যাবর্তন ঘটিয়েছেন নাসুম আহমেদ। আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই স্পিনার।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বাজেভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তাই গতকাল ছিল টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট বল দুই বিভাগেই দারুন পারফর্ম করেছেন নাসুম। শেষ দিকে জাকের আলীর সঙ্গে তার জুটিতে লড়াই করার মতো ২৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ।

যেখানে ২ ছক্কা ও ১ চারে ২৪ বলে ২৫ রান করেন নাসুম। বল হাতেও ছিলেন দারুন। ৮.৩ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে ‘গেম চেঞ্জার অব দ্য ম্যাচ’ হয়েছেন নাসুম। এমন পারফর্ম শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশংসাও পেয়েছেন নাসুম। 

Nasum Ahmed Receiving prize

ম্যাচ শেষে পুরস্কার নিচ্ছেন নাসুম।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘নাসুম এর আগেও দলের সঙ্গে ড্রেসিংরুমেও ছিল, ফলে মিরাজদের সাথে মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। ব্যাটিং-বোলিং যেভাবে করেছে সেটা দলকে সাহায্য করেছে এবং খুব সাহসের সাথে করেছে। ফলে তার অ্যাপ্রোচ আমার খুবই ভালো লেগেছে। আশা করব যে পরের ম্যাচেও এভাবেই করবে ইনশাল্লাহ।’

আরও পড়ুন:

» ভারত-পাকিস্তানের পৃথক ম্যাচসহ আজকের খেলা (১০ নভেম্বর ২৪)

» যে কারণে জিতেও সন্তুষ্ট নন শান্ত

ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটাকে মনে করেন তিনি এমন প্রশ্নের নামটা বলেন, ‘(ম্যাচের টার্নিং পয়েন্ট) জাকের-নাসুমের ব্যাটিং। যেভাবে শেষ করল ইনিংস! বোলিং, মনে হয় ওভারল ভালো করেছে আজ বোলিং ইউনিট। ফিল্ডাররা আমার মনে হয় আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে বেশ ভালো ছিল। ফিনিশিংয়ে আমরা ভালো মোমেন্টাম পেয়ে যাই। আমি জাকের কাছ থেকে এবং লোয়ার মিডল অর্ডারের কাছ থেকে এটাই চাই।’

বাকিদেরও জয়ের কৃতিত্ব দিয়েছেন তিনি, ‘মিরাজ এবং নাসুম যেভাবে বল করেছে তাদের কৃতিত্ব দিতেই হবে। বল হাতে আমরা যেভাবে শুরু করেছি, তাসকিন গুরবাজকে ফিরিয়ে দিল। সে অনেক গুরুত্বপূর্ণ ব্যাটার। আমি ফিল্ডিংয়ে অনেক এনার্জি দেখতে চাই এবং তারা আজ সেটা দেখিয়েছে।’

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট