Connect with us
ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়কসহ একাদশে ২ পরিবর্তন

বাংলাদেশের টস মুহূর্ত। ছবি- বিসিবি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোটে পড়ে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আজ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এদিন ওয়ানডে ফরমেটে অভিষেক হয়ে গেছে তরুণ পেসার নাহিদ রানার। তাছাড়া শান্তর অবর্তমানে টপ অর্ডারে সুযোগ পেয়েছেন জাকির হাসান। আর বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান। এর আগে চলমান ওয়ানডে সিরিজে একটি করে ম্যাচ জিতেছে উভয় দল। তাই আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ট্রফি উদযাপনের লক্ষ্য নিয়েই মাঠে নামছে আফগান ও টাইগার ক্রিকেটাররা।

আরও পড়ুন:

» ১১ দিনের মাথায় বোনাসের কোটি টাকা বুঝে পাচ্ছেন সাফজয়ীরা

» টানা দুই সেঞ্চুরির পর এক বিস্ময়কর লজ্জার রেকর্ড গড়লেন স্যামসন

শারজাহ ম্যাচে উভয় দলের একাদশ:

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, ফজলহক ফারুকি ও নানগেয়ালিয়া খারোটে।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট