Connect with us
ফুটবল

বোনের গাড়িতে অল্প বয়সেই জীবন গেল ইকুয়েডরের ফুটবলারের

Marco Angulo
মার্কো আনগুলো। ছবি- সংগৃহীত

গত অক্টোবরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইকুয়েডর জাতীয় দলের মিডফিল্ডার মার্কো আনগুলো। তবে গয়েকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন এই তরুণ ফুটবলার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে তারা লিখেছে, ‘আমরা মার্কোর পরিবার, সতীর্থ এবং প্রিয়জনদের সমবেদনা প্রকাশ করছি এবং এই কঠিন সময়ে তাদের শক্তি কামনা করছি।’

মার্কো মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এফসি সিনসিনাটির হয়ে খেলেন। তবে বর্তমানে তিনি লোনে নিজ দেশের ক্লাব এলডিইউ দে কুইতোর হয়ে খেলে যাচ্ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এলডিইউ।

আরও পড়ুন:

» ড. ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

» মেসি বা আর্জেন্টিনার জার্সিতে ঢোকা যাবে না স্টেডিয়ামে! 

এক বিবৃতিতে এলডিইউ জানায়, ‘অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি আমাদের খেলোয়াড় মার্কো আনগুলোর আর নেই। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা সমবেদনা জানাই। তার চলে যাওয়া আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি, যা আমাদের হৃদয়ে চিরস্থায়ী ক্ষত রেখে গেল।’

গত ৭ অক্টোবর মার্কো তার বোনের নামে লাইসেন্সকৃত গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। এরপর রাজধানী কুইটোয় অতিরিক্ত গতির কারণে মারাত্মক দুর্ঘটনার শিকার হন তারা। এরপর হাসপাতালে ভর্তি করা হলে ৩৫ দিনের মাথায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দুর্ঘটনার দিন সে গাড়িতে মার্কোসহ মোট পাঁচজন ছিলেন। এই দুর্ঘটনায় মার্কোর আগে আরো দুইজন প্রাণ হারিয়েছেন। তারা হলেন রবার্তো ক্যাবেজাস সিমিস্টেরা এবং ভিক্টর চারকোপা নাজারেনো।

মার্কো ২০২৩ সালে সিনসিনাটিতে যোগ দেন। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি ছিল তার। তবে চলতি বছর লোনে নিজ দেশের ক্লাব এলডিইউতে খেলছিলেন তিন। এছাড়া ইকুয়েডর জাতীয় দলের হয়েও ৩টি ম্যাচ খেলেছেন এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল