চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতোমধ্যেই এই দুই ম্যাচের জন্য দলও ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এর আগে বড় দুঃসংবাদ পেলো আলবিসেলেস্তেরা। চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে খেলার সময় চোট পড়েন লিসান্দ্রো। তবে তিনি কি ধরনের চোটে পড়েছেন এ বিষয়ে এখনও আর্জেন্টিনা জাতীয় দল বা তার ক্লাব ম্যানচেস্টার সিটি কেউই খোলাসা করে বলেনি।
২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ম্যানচেস্টার সিটির লিসান্দ্রো মার্টিনেজের। এখন পর্যন্ত আর্জেন্টিনা জার্সি পড়ে ২৬টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দলেও ছিলেন এই ডিফেন্ডার।
চলতি বছরে আর্জেন্টিনা ১৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ১০টিতেই সাদা-নীলের জার্সি পড়ে মাঠে নেমেছেন লিসান্দ্রো মার্টিনেজ। মেসিদের রক্ষণভাগকে খুব ভালো ভাবেই সামলিয়েছেন তিনি। এই ডিফেন্ডারের অনুপস্থিতি বর্তমান চ্যাম্পিয়নদের কতটা ভোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
মার্টিনেজের জায়গায় ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। আর্জেন্টিনার জার্সিতে মাত্র ৩ ম্যাচে মাঠে নেমেছেন এই ফুটবলার।
আগামী (শুক্রবার) বিশ্বকাপ বাছাইয়ের এই চক্রের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর পর দ্বিতীয় মাচে আগামী ২০ নভেম্বর পেরুর বিপক্ষে মুখোমুখি হবেন মেসিরা
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ৭ জয় এবং ১ ড্রয়ে ২২ পয়েন্ট মেসিদের। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে এই তালিকার দুইয়ে অবস্থান করছে কলম্বিয়া। তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে উরুগুয়ে এবং ব্রাজিল। তাদের পয়েন্ট ১৬।
এক নজরে আসন্ন দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার ঘোষিত দল
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জিরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনজালো মনতিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জেরমান পেৎ্জেল্লা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: এনজো ফেরনান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ইজিকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভান্নি লো সেলসো, এনজো বারেনেচেয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুয়োনানতে ও নিকোলাস পাজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও ভালেন্তিন কাসতেয়ানোস।
আরও পড়ুন: বাড়ছে ভারত-পাকিস্তান দ্বৈরথ, আর্থিক সংকটে পড়তে পারে আইসিসি
ক্রিফোস্পোর্টস/১৩ নভেম্বর ২৪/এইচআই